মোদী সরকারের নজরে এবার গয়নার ব্যবসায়ীরা৷ গয়নার ব্যবসায়ীদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করতে চলেছে মোদী সরকার৷ কেন্দ্রের হাতে আসা কিছু তথ্যের ভিত্তিতেই এই তদন্ত শুরু হতে চলেছে বলে খবর৷ 
কেন্দ্রীয় সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ২০১৬ সালের নভেম্বরে নোট বাতিলের সময় দেশের গয়নার ব্যবসায়ীদের একাংশ প্রচুর পরিমাণ নগদ টাকা ব্যাঙ্কে জমা করেছিলেন৷ যা ওই ব্যবসায়ীদের উপার্জনের সঙ্গে সামঞ্জস্যহীন৷ 
আরও পড়ুন: অর্থনীতিতে মোদীর লক্ষ্য কঠিন হলেও অসম্ভব নয়, মত গড়কড়ির
এই তথ্যের ভিত্তিতেই অর্থমন্ত্রক ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে খবর৷ সূত্রের খবর, ওই ব্যবসায়ীদের আয়কর রির্টান খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে৷ ২০১৭-১৮ আর্থিক বছরে তাদের আয়কর রির্টানের সঙ্গে জমা টাকার কোনও হিসেব মিলছে না৷
গুজরাতের এক গয়নার কারবারির তথ্য সরকারের হাতে এসেছে৷ তাতে দেখা যাচ্ছে ওই ব্যবসায়ী ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ৪ কোটির বেশি টাকা জমা করেন ব্যাঙ্কে৷ অথচ ঠিক তার এক বছর আগে ওই একই সময়ে তাঁর ব্যাঙ্কে জমার পরিমাণ ৫০ হাজার টাকারও কম ছিল৷ 
এরকম উদাহরণ আরও অনেক আছে বলে কেন্দ্রীয় সরকারের ওই সূত্র মারফত জানা গিয়েছে৷ ফলে কীভাবে এত আর্থিক বৃদ্ধি হল৷ আর তা কেন সরকারকে কর দেওয়ার সময় প্রতিফলিত হল না৷ এখন কেন্দ্র সেটাই খতিয়ে দেখছে৷

మరింత సమాచారం తెలుసుకోండి: