চলতি বছরের প্রথম মাসের শেষেই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনিয়ন। এই ধর্মঘট রুখতে তৎপর বিজেপি সরকার। আগামী ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আগামীকাল, বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে ধর্মঘটীদের বৈঠকে ডাকল ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন।

 ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের মূল ন’টি সংগঠন একযোগে ওই ধর্মঘটের ডাক দিয়েছে। মোট ১২ দফা দাবিতে ডাকা হয়েছে ধর্মঘট, যার অন্যতম ইস্যু ব্যাঙ্ক কর্মী ও অফিসারদের বেতন বৃদ্ধি। যদি এরপরও ধর্মঘটীদের দাবি না মানা হয়, তাহলে ১১ মার্চ থেকে ১৩ মার্চ ফের ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। দাবিদাওয়ার বিষয়ে আন্দোলনের জন্য কর্মী ও অফিসারদের সংগঠনগুলি একত্রিত হয়ে গঠন করেছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস। ওই ফোরামকেই বৈঠকে ডেকেছে ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষের সংগঠন আইবিএ।

మరింత సమాచారం తెలుసుకోండి: