বিশ্ব সংস্থার রিপোর্টে স্বস্তি মিলল দেশের প্রধানমন্ত্রী মোদী সরকারের। রিপোর্টে বলা হয়েছে ভারতে মন্দা দেখা দিলেও আর্থিক বৃদ্ধি স্থিতিশীলই আছে। এমনটাই জানাল বিশ্ব রেটিং সংস্থা এস অ্যান্ড পি।

 বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত রেটিং রিপোর্ট মোদি সরকারের জন্য স্বস্তি বয়ে এনেছে। ভারতের অর্থনীতি নিয়ে ‘বিবিবি’ রেটিং দিয়েছে ওই সংস্থাটি। বিবিবি অর্থাৎ যাবতীয় আর্থিক প্রতিশ্রুতি রাখতে সক্ষম ভারত সরকার। একইসঙ্গে এস অ্যান্ড পি’র দাবি, আর্থিক বৃদ্ধির ভিত্তি ফের দৃঢ় হতে দুই থেকে তিন বছর লাগবে। প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতি পুনরায় চাঙ্গা হওয়ার প্রবল সম্ভাবনা। একইসঙ্গে এস অ্যান্ড পি’র দাবি, আর্থিক বৃদ্ধির ভিত্তি ফের দৃঢ় হতে দুই থেকে তিন বছর লাগবে। মোদী সরকারের স্বস্তি! দেশের অর্থনীতি স্থিতিশীল, জানাল বিশ্ব রেটিং সংস্থা

మరింత సమాచారం తెలుసుకోండి: