উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত বিজেপি বিধায়ককে এখন ঝেড়ে ফেলতে মরিয়া বিজেপি। সুপ্রিম কোর্টে কড়া নির্দেশিকার পরেই কূলদীপকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করে বিজেপি। উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনা নিয়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে গোটা দেশে।
সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ থেকে উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সিবিআই এতোদিন কী তদন্ত করেছে তার রিপোর্ট তলব করেছে।
তারপরেও যদি বিজেপি কূলদীপকে দলে রাখে তাহলে মোদীর দুর্নীতি আর সততার নীতিবাক্য মিথ্যে হয়ে যেত। সেটা যাতে না হয় অনেকটা চাপে পড়েই বিজেপি এই সিদ্ধান্ত নেয়। কয়েকদিন আগেই লোকসভাতে পর্যন্ত কূলদীপকে নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন।
কিন্তু আজ সুপ্রিম কোর্টের রায়ে পর আর কূলদীপকে দলে রাখার সাহস দেখাতে পারেনি। তাই তড়িঘড়ি দল থেকে বহিষ্কার করা হয় তাকে। কারণ কূলদীপের বিরুদ্ধে নির্যাতিতাকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ রয়েছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: