প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ২ দিনের সফরে এসে পৌঁছলেন। এরপরেই প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষনিকের সাক্ষাৎকার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই  মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ করেছে বামফ্রন্ট-কংগ্রেস।

আজ মহম্মদ সেলিম কটাক্ষ করেন, মোদী-মমতা তো আডবাণীর স্কুলে একসঙ্গে পড়তেন। ক্যা ক্যা ছিঃ ছিঃ বলেছিলেন। এখন বলবেন আসলে কাকাছিছি বলতে চেয়েছিলাম। মিনিট ১৫ বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, প্রধানমন্ত্রী রাজ্যে আসলে তাঁর সঙ্গে দেখা করাটা সাংবিধানিক দায়িত্ব। সেটাই পালন করেছেন। এর পাশাপাশি রাজ্যের আর্থিক দাবিদাওয়ার কথাও জানিয়েছেন। গত কাল রাত দশটা থেকে সারা দেশে সিএএ আইন লাগু হয়েছে । গতকাল রাতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে সংশোধিত নাগরিকত্ব আইন সারা দেশে বলবত করা হল । কিন্ত সমগ্র দেশজুড়েই চলছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ-কর্মসূচি । এই প্রেক্ষাপটেই কলকাতা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিএএ পাশ হওয়ার পর এই প্রথম তিনি কলকাতা সফরে এলেন । তবে সমগ্র কলকাতা জুড়েই ছিল বিক্ষোভ । গো-ব্যাক মোদীর স্লোগানে উত্তাল হয়েছে মহানগরী । সিএএ এবং এনআরসি-র প্রথম দিন থেকে বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্ত আজ প্রধানমন্ত্রীর কলকাতা সফরকে ঘিরে যেভাবে উত্তাল হয়েছে বাংলার রাজনীতি সেই প্রেক্ষাপটে মমতার সঙ্গে মোদীর সৌজন্য বৈঠক নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা । তবে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেছেন ,“আমার সাংবিধানিক দায়িত্ব তাঁকে স্বাগত জানানো। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমি দেখা করি।”

మరింత సమాచారం తెలుసుకోండి: