একটা সময় পন্য বা ব্রান্ডের প্রচারনা টিভি, নিউজপেপার, পোষ্টার কেন্দ্রিক থাকলেও এখন সেটা ফেসবুক, হোয়াটস এপ্স, ওয়েবসাইট, ব্লগ, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমকেন্দ্রিক হয়ে গেছে। এর পিছনে মূলত দুটি মূল নিয়ামক প্রভাবক কাজ করছে, একঃ মানুষ টিভি / নিউজপেপার থেকে ফেসবুক / ইউটিউব সহ বিভিন্ন ডিজিটাল চ্যানেলে বেশি সময় কাটাচ্ছে। দুইঃ টিভি / নিউজপেপার থেকে ডিজিটাল এসব চ্যানেলে মার্কেটিং এর খরচ তুলনামূলক অনেক কম। তাই দিন দিন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়ছে দেশে ও বিদেশে।
ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় বেস্ট কলকাতা নিয়ে এলো “Kolkata Page Apps” যার মাধ্যমে আপনি মাত্র ২ টাকাতেই সমস্ত রকম ডিজিটাল মার্কেটিং এর সুবিধা পাবেন। Apps টি এখন থেকে “Kolkata Page” নামে “Google Play Store” থেকে ডাউন লোড করা যাচ্ছে। মূলত ছোট মাঝারি ব্যবসা কে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই কলকাতা পেজ এর মূল লক্ষ্য। সাথে রয়েছে আরও অনেক সুযোগ সুবিধা।

మరింత సమాచారం తెలుసుకోండి: