জানুয়ারি এলেই মার্কিন যুক্তরাষ্ট্রে আইনজীবীদের কাজ বাড়ে৷ কারণ, বছরের শুরুর মাসেই সে দেশে বিবাহ-বিচ্ছেদের হিড়িক লেগে যায়৷ ফলে দম্পতিরা দলে দলে ভিড় জমান আইনজীবীদের কাছে৷
তাই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী মহলে জানুয়ারির নতুন নাম ‘ডিভোর্স মান্থ’৷ অর্থাৎ বিবাহ বিচ্ছেদের মাস৷
কিন্তু কেন এমন হয়? আইনজীবীরা জানাচ্ছেন, কোনও নির্দিষ্ট কারণ নেই৷ একাধিক কারণে একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান মার্কিন দম্পতিরা৷
তবে পুরোটার মধ্যেই একটি মাত্র কমন ফ্যাক্টর রয়েছে৷ আর তা হল ছুটি৷ একটি সমীক্ষায় উঠে এসেছে যে, বছরের শেষে ডিসেম্বরে প্রায় সকলেই ছুটি কাটাতে বিভিন্ন জায়গায় যান৷
আর সেখান থেকেই শুরু হয় বিবাদ৷ তাই ডিসেম্বরের শেষে ছুটির দিনগুলির মধ্যেই আইনজীবীর খোঁজ শুরু করে দেন অনেক দম্পতি৷ আর ডিভোর্সের মামলা দায়ের জানুয়ারির ৬ থেকে ১২ তারিখের মধ্যেই সবচেয়ে বেশি হয়৷
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এ নিয়ে একটি সমীক্ষা করেছিল৷ সেখানে এই তথ্য আরও স্পষ্টভাবে উঠে আসে৷ ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতেই ওই দেশে সবচেয়ে বেশি বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের হয়৷
বিবাহ বিচ্ছেদের এই প্রবণতায় মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে এগিয়ে ওয়াশিংটন অঞ্চল৷ তবে পিছিয়ে নেই ওহিও, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো প্রদেশগুলি৷
কিন্তু বছরের শেষে বেড়াতে গিয়ে এমন কী হয়, যে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরে৷ আর তা একেবারে শেষের পথে চলে যায়৷
এ নিয়ে দু’টি তথ্য সামনে এসেছে৷ প্রথমত, বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের চাহিদা ঘিরে দম্পতিদের মধ্যে গোলমাল তৈরি হয়৷ আর তা থেকেই বিবাদের শুরু৷ ফলে ছুটির মধ্যেই অনেকের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷
আবার নানা সমস্যায় জর্জরিত যুগল অনেক সময় বছরের শেষে বেড়ানোর সিদ্ধান্ত নেন৷ তাঁদের উদ্দেশ্যে থাকে নিজেদের মধ্যে বোঝাপড়া করে গোলমাল মিটিয়ে নেওয়া৷
কিন্তু অনেক ক্ষেত্রে গোলমাল মেটে না৷ ফলে সম্পর্কের শেষের শুরু হয়৷ আবার অনেক সময় উল্টোটাও ঘটে৷ দু’জনে নতুন করে শুরু করার উদাহরণও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে৷

మరింత సమాచారం తెలుసుకోండి: