ধর্ষণ৷ একটি সামাজিক ব্যধি৷ সেই ব্যধি থেকে মুক্তির উপায় এখনও অধরা৷ যদিও কঠিনতম শাস্তি এই ব্যধির মুক্তির একমাত্র উপায় বলেও মনে করেন অনেকে৷ 
আরও পড়ুন: কাগজ না দেখালে কাটা যাবে বেতন, নির্দেশ আয়কর বিভাগের
কিন্তু অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবিতে সরব বিশ্বের বিভিন্ন মহিলা সংগঠন, তখনই তা নিয়ে একটি নয়া আইনের প্রস্তাবে তৈরি হয়েছে নতুন বিতর্ক৷ তবে প্রস্তাবিত এই নয়া আইন শুধুমাত্র নাবালিকা ধর্ষিতাদের জন্য প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে৷ 
প্রস্তাবিত ওই আইন অনুযায়ী, ধর্ষিতা নাবালিকাকে বিয়ে করলেই ধর্ষকের সব অপরাধ মাফ করে দেওয়া হবে৷ পার্লামেন্টে বিল এনে এই আইন পাস করাতেও উদ্যোগী হয়েছে সরকার৷ আর এ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে তুরস্কে৷ 
আরও পড়ুন: অর্জুনের ব্রহ্মাস্ত্রই কি ভবিষ্যতের পরমাণু বোমা!
কারণ, সে দেশের সরকারই এই আইন আনার উদ্যোগ নিয়েছে৷ জানুয়ারির শেষে যাতে পার্লামেন্টে এই বিল না আসে, তার জন্য লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে তুরস্কের বিরোধী দল পিপলস ডেমক্রেটিক পার্টি৷ 
তাদের দাবি, এর ফলে ধর্ষকদের মধ্যে বেপরোয়া ভাব তৈরি হবে৷ পাশাপাশি ঘুরিয়ে নাবালিকা বিবাহ আইনসিদ্ধ হয়ে যাবে৷ বিষয়টি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত গড়িয়েছে বলে খবর৷ তারাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷
আরও পড়ুন: মার্কিন যুক্তরাষ্ট্রে জানুয়ারি এখন Divorce Month

మరింత సమాచారం తెలుసుకోండి: