দিল্লির মসনদে ফের কেজরিওয়াল। আপের হাওয়ায় উড়ছে পদ্ম শিবির। মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ২০১৫ বিধানসভা নির্বাচনে পাওয়া ৬৭ থেকে কমে তা এবারে ৬২ তে জয়। দলীয় কার্যালয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, “দিল্লিকে ভালবাসি”, সরকারের কাজ এবং স্থানীয় সমস্যার ওপর ভিত্তি করে দেশের রাজধানীতে “নয়া রাজনীতি”র জন্ম বলেও মন্তব্য করেন তিনি।

শাহিনবাগে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিক্ষোভকে হাতিয়ার করে অমিত শাহের নেতৃত্বে ব্যাপক প্রচার করেছিল বিজেপি, এবারের নির্বাচনে সামান্যই ফল পেল তারা। দুই অঙ্কের আসনসংখ্যাও পেল না কেন্দ্রের শাসক দল, তবে গতবারের থেকে নিজেদের আসন বাড়িয়েছে গেরুয়া শিবির। এবারের নির্বাচনে ৮টি আসনে ফুটেছে পদ্ম। আপের এই জয়ের প্রশংসা করে একে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জয় বলে মন্তব্য করেছে বিরোধীরা। এবারের নির্বাচনে খাদ্য, বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন স্থানীয় ইস্যুর ওপরেই জোর দিয়েছিল শাসকদল আম আদমি পার্টি।

మరింత సమాచారం తెలుసుకోండి: