১৯৮০৷ ঠিক সেই বছরই তরুণ মজুমদারের হাত ধরে পর্দায় হাজির হলেন কেদার৷ দাদার কীর্তির নিরীহ ছেলেটি শুরুতেই মন জয় করে নিল সকলের৷
এ তো ছিল টলিউডে তাপস পালের পদার্পণ৷ বছর চারেকের মধ্যে তিনি হাজির হলেন আরব সাগরের পাড়ে৷ এবার বলিউড৷ ১৯৮৪ সালে মুক্তি পেল তাঁর প্রথম হিন্দি সিনেমা৷ বিপরীতে মাধুরী দীক্ষিত৷
আরও পড়ুন: প্রয়াত অভিনেতা তাপস পাল
মাধুরীর ওটাই ছিল প্রথম সিনেমা৷ পরিচালক হিরেন নাগের সেই সিনেমার নায়িকার কাছেও পৌঁছেছে তাপস পালের মৃত্যুর খবর৷ তিনি ট্যুইটারে শোকপ্রকাশও করেছেন৷

মঙ্গলবার ভোর ৩টে ৩৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন টলিউডের এই জনপ্রিয় অভিনেতা৷ এদিন সকালের দিকে বিষয়টি জানা যায়৷ আর তার পরই শোকের ছায়া নামে টলিউডে৷
আরও পড়ুন: সাহেব আর নেই, বিশ্বাসই হচ্ছে না টলিপাড়ার
এর পরই একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয় টলিউডের নায়িকা, নায়ক, পরিচালকদের সঙ্গে৷ তাঁরা প্রত্যেকেই নিজেদের মতো করে স্মৃতিচারণা করেন তাপস পাল সম্বন্ধে৷ তবে কান্নায় ভেঙে পড়েন তাপস পালের একাধিক ছবির নায়িকা দেবশ্রী রায়৷
অন্যদিকে এদিন সকাল ১১টা নাগাদ মাধুরী দীক্ষিতের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করা হয়৷ সেখানে তিনি বলউডের মেকআপ আর্টিস্ট পানধারি জুকেরের প্রয়াণের শোকবার্তা জানান৷

সেই ট্যুইটে একের পর রিপ্লাই পড়তে শুরু করে৷ অনেকেই সেখানে তাপস পালের মৃত্যুসংবাদ জানান৷ Bengal News Line-এর তরফেও বিষয়টি জানানো হয়৷

ঘণ্টা তিনেকের মধ্যেই তাপস পালের মৃত্যুতে শোক প্রকাশ করেন মাধুরী দীক্ষিত৷ তাপসের পরিবারের প্রতি সমবেদনাও তিনি জানান ওই ট্যুইটে৷

మరింత సమాచారం తెలుసుకోండి: