বিগত কয়েক বছরের তুলনায় এবছর শীত বেশ জাকিয়ে বসেছে। উত্তর ও পূর্ব ভারতে পারদ নেমেছে অনেকটাই। তবে বেশ কিছু কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে, তার মধ্যে বিহারের কিছু এলাকাও রয়েছে। কিন্তু তেমনই একটি এলাকায় গত দু’দিন ‘তাপপ্রবাহ’-র কারণে ছুটি ঘোষণা করে দিলেন বিহারের এক জেলাশাসক।

আবহাওয়া দফতর সম্প্রতি বিহারের বেশ কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করে। বিহারের রাজধানী পটনা আবহাওয়া দফতর জানিয়ে দেয়, শনিবার থেকে দিন তিনেক কিছু এলাকায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে যেতে পারে। সে কথা মাথায় রেখেই একটি নোটিফিকেশন জারি করেন বিহারের গোপালগঞ্জের জেলা শাসক আরশাদ আজিজ।

১২ জানুয়ারি আরশাদের সই করা নোটিশে ভুল করে ‘কোল্ডওয়েভ’-এর জায়গায় ‘হিটওয়েভ’ লিখে দেওয়া হয়। লেখা হয় হিটওয়েভের কারণে ১৩ ও ১৪ জানুয়ারি সব সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুল বন্ধ থাকবে। এরপরেই ওই নোটিশ মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে।

మరింత సమాచారం తెలుసుకోండి: