দেশের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সবর হয়েছে গোটা দেশের নাগরিক। একের পর এক রাজ্যে এই আইনের বিরোধিতা করেছে। এবার এই আইনের বিরোধিতা করে দেশ ছাড়িয়ে আঁচ পড়ল ইউরোপীয় ইউনিয়নের সংসদে। CAA নিয়ে তর্ক-বিতর্কে আজ বুধবার সরগরম হতে পারে ইউরোপীয় ইউনিয়নের সংসদ।

 এর আগে ইউরোপীয় ইউনিয়নের ৭৫১ জন সদস্যের মধ্যে ৫৬০ জন সাংসদ সংশোধিত নাগরিকত্ব আইন  এবং জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ৬টি বিরোধী প্রস্তাব পেশ করেন। সংশোধিত নাগরিকত্ব আইনকে "বৈষম্যমূলক ও বিপজ্জনকভাবে বিভেদমূলক" বলে প্রস্তাব পেশ হয় ইউরোপীয় ইউনিয়নের সংসদে, সেই বিষয়েই বুধবার দিনভর তর্ক-বিতর্কের পর বৃহস্পতিবার এ বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা।

সিএএ প্রসঙ্গে ইইউ-পার্লামেন্টের বহু সাংসদ উদ্বেগ প্রকাশ করে বলেন, "যে পন্থা অবলম্বন করে ভারত সরকার সিএএ লাগু করেছে, তা গোটা বিশ্বে বৃহত্তরভাবে রাষ্ট্রহীনতার আশঙ্কা তৈরি করবে। যার কারণে বাড়বে মানুষের দুর্ভোগ।" ইইউ ভারত সরকারের উদ্দেশ্যে বলেছে, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইনের কথা যেন ভারত মাথায় রাখে।

మరింత సమాచారం తెలుసుకోండి:

mp