কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেন তিনি৷ কালো টাকার অর্থনীতিকে শেষ করার লড়াইয়ের সেটাই ছিল শুরু৷ তার তিনবছর পর সেই লড়াইয়ে বড়সড় সাফল্য মিলল মোদী সরকারের৷
তিন বছর পর ভারতের হাতে এল সুইস ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য৷ এই প্রথম ভারতীয়দের সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এল ভারত সরকারের হাতে৷ ২০২০ সালে পরবর্তী তথ্য ভারতের হাতে দেওয়া হবে বলেও জানা গিয়েছে৷
ভারতীয়দের একাংশ সরকারকে করফাঁকি দিয়ে সুইস ব্যাঙ্কে টাকা রাখে৷ যা মূলত কালো টাকা৷ কারা টাকা রাখে, কতটা পরিমাণ টাকা, তা নিয়ে এতদিন কোনও তথ্যই ছিল না ভারত সরকারের হাতে৷ ফলে কালো টাকার অর্থনীতিকে শেষ করতে বারবার সমস্যার মুখে পড়েছে কেন্দ্র৷
সেই অর্থনীতিকে শেষ করতেই ২০১৬ সালে লড়াই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই লড়াইয়ের প্রথম ধাপ পেরতে পারল মোদী সরকার৷ সুইজারল্যান্ডের ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের তরফে ভারতীয় অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য দেওয়া হয়েছে৷
প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে সুইজারল্যান্ডের ওই সংস্থার সঙ্গে এই তথ্য আদানপ্রদান সংক্রান্ত চুক্তি হয় ভারতের৷ ফলে ওই সময়ের মধ্যে বন্ধ হয়ে যাওয়া সমস্ত অ্যাকাউন্ডের তথ্য পেয়েছে মোদী সরকার৷ একই সঙ্গে কিছু বর্তমান অ্যাকাউন্ডের তথ্যও দেওয়া হয়েছে ভারতকে৷
মোদী সরকার সুইস ব্যাঙ্ক থেকে ওই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ঠিকানা, কর প্রদান সংক্রান্ত তথ্য৷


మరింత సమాచారం తెలుసుకోండి: