অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উত্তরসূরী৷ টলিউডে এবার আগমণ তাঁর৷ তিনিই এবার একেবারের অভিভাবকের মতো আগলাবেন অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী, সকলকেই৷
তিনিও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ৷ দীর্ঘদিন ধরে টেলিভিশনে তাঁর অভিনয়ে মন্ত্রমুগ্ধ আপামর বাঙালি৷ তাই তাঁকে প্রসেনজিতের পর অভিভাবক হিসেবে পেয়ে খুশি টলিউডের সকলেই৷

শঙ্কর চক্রবর্তী
তিনি শঙ্কর চক্রবর্তী৷ বিবাহ অভিযানের গণশা থেকে কৃষ্ণকলির বসন্ত চৌধুরী, জনপ্রিয় এই অভিনেতা এবার টলিউডের আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি হিসেবে নির্বাচিত হলেন৷

রবিবার যোধপুর বয়েজ হাইস্কুলে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভার পর একাধিক পদে নির্বাচন হয়৷ ফলাফল প্রকাশের পর দেখা যায় জয়ী হয়েছেন শঙ্কর চক্রবর্তী (প্রাপ্ত ভোট-৬৯২)৷

জিৎ-সোহম-প্রসেনজিৎ
আর্টিস্ট ফোরামের সদস্য সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি৷ ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অন্যান্যবারে ভোটদানে উৎসাহ কম থাকে৷ কিন্তু এবার অধিকাংশরাই ভোট দেন৷ ফলে ভোট গণনা শেষ করতে রবিবার মাঝরাত গড়িয়ে যায়৷
আরও পড়ুন: ফাঁসির ৭০ বছর পর এল রায়, আসামি নির্দোষ
গত দু’বছর এই ফোরামের কার্যকরী সভাপতি ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তিনি এবার সরে দাঁড়ানোয় নির্বাচন অবসম্ভাবী হয়ে পড়ে৷ ওই পদে চারজন মনোনয়ন জমা দেন৷ শঙ্কর চক্রবর্তী ছাড়াও ছিলেন ভরত কল, পার্থসারথী দেব ও অঞ্জনা বসু৷

সোনালি চৌধুরী
মোট ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷ সহ সভাপতি পদে চার প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচিত হয়েছেন৷ তাঁরা হলেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম ও জিৎ৷ সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়৷ 
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় ও সপ্তর্ষি রায়৷ সহকারী সম্পাদক পদে জিতেছেন রানা মিত্র ও দেবদূত ঘোষ৷
আরও পড়ুন: গিনেস বুকে হুন্ডাইয়ের ইলেকট্রিক গাড়ি
কার্যকরী সমিতিতে ছিল পাঁচটি আসন৷ ওই আসনগুলিতে জিতেছেন, কুশল চক্রবর্তী, সোনালি চৌধুরি, জুন মালিয়া, সাগ্নিক ও দিগন্ত বাগচী৷

জুন মালিয়া
টলিউড এই নির্বাচনের সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করলেও এবার প্রার্থী হয়েছিলেন বিজেপিতে যোগ দেওয়া বেশ কয়েকজন৷ কিন্তু তাঁদের কেউই জিততে পারেননি৷

অন্যদিকে আর্টিস্ট ফোরামের সভাপতি এবারও সৌমিত্র চট্টোপাধ্যায়৷ এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন, তাপস চক্রবর্তী (কোষাধ্যক্ষ) এবং সোহন বন্দ্যোপাধ্যায় (সহ-কোষাধ্যক্ষ)৷

మరింత సమాచారం తెలుసుకోండి: