দশকের জনপ্রিয়তম তরুণী, আবার কনিষ্ঠতম নোবেল প্রাপক তিনি। তিনি মালালা ইউসুফজাই। মেয়েদের পড়াশোনার অধিকার নিয়ে লড়াই চালিয়েছেন। বন্দুকের নলের সামনে ভয় পায়নি। এহেন সাহসী মালালার জীবন নিয়েই সিনেমা হতে চলেছে। মালালার বায়োপিকের নাম ‘গুল মাকাই’। সাহসিনীর জীবনকাহিনিতে উদ্বুদ্ধ হয়ে ছবি পরিচালনা করছেন আমজাদ খান। প্রযোজক সঞ্জয় সিংগ্লা। ছবিতে অভিনয় করেছেন দিব্যা দত্ত, পঙ্কজ ত্রিপাঠী, অতুল কুলকার্নি ও মুকেশ ঋষি। তালিবানি রক্তচক্ষু উপেক্ষা করার যে সাহস মালালা দেখিয়েছিল, সে কাহিনিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। ছবিতে মালালার চরিত্র ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী রিম শেখ।

 

మరింత సమాచారం తెలుసుకోండి: