দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিতে তবে কি বয়কটের ছাপ স্পষ্ট? নাকি ছবিটি দর্শকদের মনে জায়গা করতে পারেনি এমনটাই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। কারন অজয় দেবগন অভিনীত তানাজী দ্যা আনটোল্ড স্টোরি একশো কোটির ঘরে পৌঁছে যাবে বলে আশা করছেন অনেকে। তবে দীপিকা পাড়ুকোনের অ্যাসিড আক্রান্তের ভূমিকায় অভিনয় করা ছবি একশো কোটির ক্লাবে ঢুকতে পারবে বলে মনে করছেন না অনেকই।

চলতি বছরের ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে এক জোড়া ছবি। একদিকে অ্যাসিড অক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছেন দীপিকা পাডুকোন অন্যদিকে বিস্মৃত মরাঠা যোদ্ধা তানাজীর জীবন কাহিনি শিরায় শিরায় পৌঁছে দিয়েছে দেশ প্রেমের বার্তা। ট্রেলার মুক্তির পর থেকেই দুটি ছবি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল উত্‍সাহ। বক্স অফিসেও তার কোনও ব্যাতিক্রম হল না।

 প্রথম দিনের ব্যবসায় দীপিকার Chhapaak-কে অনেকটাই পিছনে ফেলে দিল কাজল-অজয়-সইফের Tanhaji: The Unsung Warrior। একদিকে যেমন প্রশংসিত হচ্ছে ওম রাউতের পরিচালনা দক্ষতা, তেমনই দর্শকের অকুন্ঠ ভালোবাসা পাচ্ছে কাজল-অজয়-সইফের দুরন্ত অভিনয়। BoxofficeIndia-র রিপোর্ট অনুযায়ী প্রথম দিনেই Tanhaji: The Unsung Warrior ব্যবসা করেছে ১৬ কোটি টাকার।ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ট্যুইট করে জানিয়েছেন Tanhaji: The Unsung Warrior-ই হতে চলেছে ২০২০ সালের প্রথম ১০০ কোটির ছবি।

এই ছবি সবচেয়ে বেশি ব্যবসা করেছে মহারাষ্ট্র, উত্তর এবং পূর্ব ভারতে। রাজস্থানেও বক্স অফিস কালেকশন বেশ ভালো। অন্যদিকে মেঘনা গুলজার পরিচালিত দীপিকা পাডুকোন এবং বিক্রান্ত মাসে অভিনীত Chhapaak-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন ৪ কোটি ৫০ লাখ টাকা। এরপরেই তোলপাড় সোশ্যাল মিডিয়ার একাংশের।

మరింత సమాచారం తెలుసుకోండి: