গত সেপ্টেম্বরে নিউইয়র্কে গিয়েছিলেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। সেখানে গিয়ে জানতে পারেন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত। তারপর দীর্ঘদিন ধরে তাঁর চিকিতসা চলছে। এখন বেশ খানিকটা সুস্থ তিনি। নিউইয়র্কে থাকেন স্ত্রী নিতু সিং। আর মাঝে মধ্যেই বাবাকে দেখতে নিউ ইয়র্ক পাড়ি দেন রণবীর কাপুর। সঙ্গে কখনও কখনও বান্ধবী আলিয়া ভাটকেও দেখা গিয়েছে। এমনকী হোমসিক ঋষি কাপুরকে দেখতে বলিউডের অনেক স্টারই মাঝে মধ্যেই নিউ ইয়র্ক গিয়েছিলেন। সেই তালিকায় শাহরুখ খান, আমির খান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চনের মতো নাম রয়েছে। তবে শনিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন ঋষি কাপুর। সেখানে তিনি লেখেন, ম্যানহাটনের মতো কংক্রিটের জঙ্গলে এত দিন ধরে থাকলে আকাশ দেখার সুযোগ বিশেষ পাওয়া যায় না। তাই শুক্রবার নদীর ধারে হাঁটতে গিয়ে এক চিলতে আকাশ দেখে তাঁর দেশের কথা, নিজের শহরের কথা মনে পড়ে গিয়েছে। মাথার উপরে খুব কাছ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দও বিকট মনে হয়নি। দেখে ঋষির মনে হয়েছে, এটাই ঘরে ফেরার ছবি, মুক্তির ছবি। এটা দেখেই তাঁর মনে পড়েছে নিজের শহর মুম্বইয়ের কথা। তাঁর এই পোস্ট মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

 

অন্যদিকে, বলিউড থেকে যেমন স্টার শিল্পীরা বিজেপিতে নাম লেখাচ্ছেন, তেমনি বলিউডের কয়েকটি সিনেমাতেও গেরুয়া রং লাগার ছাপ স্পষ্ট। অনেকটা গেরুয়া স্তুতিও বলা যায়। বলিউডে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘উরি’, ‘মিশন মঙ্গল’-এর মতো ছবি তৈরি হচ্ছে। এই ছবিগুলির বিষয়-ভাবনা অবশ্যই স্বতন্ত্র, দর্শককে আলাদা মাত্রার ছবি উপহার দেওয়ার জন্য আদর্শ। কিন্তু প্রতিটি ছবিতেই যদি জোর করে কেন্দ্রীয় সরকারের প্রশস্তি ঢুকিয়ে দেওয়া দেওয়া হয় ?  সে ক্ষেত্রে ছবি তৈরির আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ হয় বইকি!


మరింత సమాచారం తెలుసుకోండి: