ফিচার ফিল্মের পর এই প্রথম ওয়েব সিরিজ করতে চলেছেন বিরসা দাশগুপ্ত। একটি সাইকোলজিক্যাল থ্রিলার দগিয়ে তাঁর ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করবেন এই পরিচালক। জানা গিয়েছে, ছয় বন্ধুকে নিয়ে এই গল্প। মুম্বই এবং কলকাতা থেকে সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের কাস্ট করা হয়েছে। এমনকী দুটি ভাষাতেই অর্থাত বাংলা এবং হিন্দি ভাষাতে এই ওয়েব সিরিজ লঞ্চ করবে। তবে অভিনেতারা একই থাকবে। গল্প সম্পর্কে যতদূর জানা গিয়েছে, কলেজ পড়ুয়া ছয় বন্ধু সাইকোলজিক্যাল গেম মাফিয়ায় ইনভলভড হয়ে পড়ে। একটি প্রত্যন্ত গ্রামে বেড়াতে গিয়ে তারা খেলাটা শুরু করে। কিন্তু এই খেলাটা যে কখন তাদের পারস্পরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তারা সেটা টেরও পায়নি। এরপর ছয় বছর পরে আবার দেখা হয় ছয় বন্ধুর। তারা আবার সেই খেলাটা খেলতে শুরু করে, কিন্তু খেলাটা মিশে যায় বাস্তবের সঙ্গে। সিরিজের পরতে পরতে রয়েছে খুন আর রহস্য। পরব্রত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় এই ওয়েব সিরিজটি হবে। ওয়েব সিরিজটির নাম ‘মাফিয়া’। অভিনয়ে রয়েছেন, ইশা সাহা, অনিন্দিতা বসু, ঋদ্ধিমা ঘোষ, অঙ্কিতা চক্রবর্তী। এ ছাড়া রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ধানানিয়া, মধুরিমা রায়, সৌরভ সারস্বতর মতো অভিনেতারা।  

 

অন্যদিকে, নব্বই দশকে মহারাষ্ট্রে এক মা ও তাঁর দুই মেয়ে একে একে ১৩টি শিশুকে অপহরণ করে। যার মধ্যে ৯টি শিশুকে তারা নৃশংস ভাবে খুন করে। যা সেই সময় হইচই ফেলে দিয়েছিল। সেই বাস্তব ঘটনাকেই কেন্দ্র করে একটি সাইকোলজিক্যল থ্রিলার এবার ওয়েব প্ল্যাটফর্মে ক্যামেরাবন্দি করতে চলেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন, মাহি গিল, রাগিনী খান্না এবং সায়নী গুপ্ত। ছোটদের হিন্দি ছড়ার প্রথম দু’টি শব্দবন্ধ ছবির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নিমিশা মিশ্রের লেখা চিত্রনাট্যে এমন অনেক মুহূর্ত রয়েছে, যা শিল্পীদের পক্ষেও কষ্টসাধ্য ছিল। সেটে শ্যুট করতে গিয়ে রাগিনী বেশ কয়েকবার ব্রেক ডাউন হয়েছিলেন বলেই খবর। একেবারে না চেনা লুকে দেখা যাবে এই তিন অভিনেত্রী। সুমন মুখোপাধ্যায়ের এই নতুন ওয়েব ছবির নাম – ‘পোশম পা’।

 



మరింత సమాచారం తెలుసుకోండి: