অল্প দিনের মধ্যেই বলিউডে নজর কেড়েছেন চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডে। প্রথম ছবি ক্রিটিকসরা সেরকম ভালো মার্কস না দিলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এবং দ্বিতীয় ছবিতে তাঁর অভিনয় এবং নাচ মন কেড়েছে দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে পায়ের তলার মাটিও শক্ত হচ্ছে তাঁর। এমতবস্থায় এক সাক্ষাতকারে জানালেন তাঁর পরবর্তী ছবির একটি অভিজ্ঞতার কথা। 'পতি পত্নী অউর ও'  একটি দৃশ্যে তাঁর সহ অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে শট দিচ্ছিলেন অনন্যা। কিন্তু কার্তিকের সঙ্গে ওই শটটিতে একটিও সংলাপ ছিল না অনন্যার। অনন্যার কথায়, "কার্তিকের সংলাপের উত্তরে কেবল এক্সপ্রেশন দেওয়ার কথা ছিল আমার।" শুধু অভিব্যাক্তির মাধ্যমে সেই অংশটি ফুটিয়ে তোলাই ছিল তাঁর সবচেয়ে কঠিন কাজ। এবং সেটা নিজে মুখেই জানিয়েছেন অনন্যা। তো সেই কাজটি তিনি পরিচালক মুদাস্সার আজিজের কাছে বুঝে নিয়েছিলেন। তারপর এক শটেই নাকি সেই দৃশ্যটিতে 'ওকে শট' দেন অনন্যা। অনন্যার এক শটে বাজিমাত করা দেখে অবাক হয়ে যান পরিচালক। খুশিও হন পরিচালক মুদাস্সার আজিজ। এবং তাঁর এই অভিনয় ক্ষমতার তারিফও করেন তিনি। কিন্তু সে সময়ে পরিচালকের কাছে কিছু না থাকায় অনন্যাকে তিনি উপহার হিসাবে পাঁচশো টাকা দিয়েছিলেন তাঁর পকেট থেকে। এটা আজও অনন্যার কাছে স্মরণীয় দিন।

 

উল্লেখ্য, 'পতি পত্নী অউর ও' ছবিটি ১৯৭৮ সালের একটি ছবির রিমেক। এই ছবিটির বিষয়বস্তু ত্রিকোণ প্রেম। কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ছাড়া এই ছবিতে অভিনয় করছেন ভূমি পেডনেকার।  

 



మరింత సమాచారం తెలుసుకోండి: