তিনি প্রাক্তন মিস ইউনিবার্স। তিনি অভিনেত্রী। কিন্তু তিনি যে গান গাইতে পারেন সে কথা বোধহয় অনেকেরই অজানা। এবার সেই অজানা কাহিনি জানা গেল। সম্প্রতি মা হয়েছেন সুস্মিতার প্রিয় বান্ধবী শ্রীজয়া। তাঁর সন্তানকে হাসপাতালে দেখতে গিয়ে আমি চিনি গো চিনি ওগো বিদেশীনি গানটি গান গুন গুন করে গেয়ে ওঠেন। মায়ের গান শুনে গলা মেলান সুস্মিতার মেয়ে রেনি। বঙ্গ তনয়াকে বাংলা ভাষাতেই কথা বলতে শোনা যায়। আর এই ভিডিও পোস্ট করেছেন কোদ সুস্মিতাই। আর এই ভিডিও পোস্টের পরই তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রাক্তন মিস ইউনিভার্সের গানের গলার প্রশাংসাও করেন।

 

অন্যদিকে, আবারও বকেয়া না মেটানো নিয়ে সঙ্কট সিরিয়ালের কলাকুশলীদের। জানা গিয়েছে, সুব্রত রায়ের প্রযোজনায় মোট পাঁচটি সিরিয়াল চললেও এখনও বকেয়া টাকা পাননি শিল্পীরা। প্রায় ১১ কোটি টাকা বাকি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আর্টিস ফোরামে অভিযোগ জানানো হয়েছে। আর্টিস ফোরাম শ্যুটিং বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোনও অবস্থাতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না। কিন্তু ফোরামের বক্তব্য, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার তাঁদের কাছে একটাই পথ। ফোরামের মিটিংয়ে আগামী ২৬ তারিখের মধ্যে টিডিএসের টাকা সুব্রত রায়কে মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্যুটিং বন্ধ হলে তো টেলিকাস্ট নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সুব্রত রায়ের ইউনিট সূত্রে খবর, বেশ কয়েকটি এপিসোড ব্যাঙ্ক করা রয়েছে। উল্লেখ্য,‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত।

 



మరింత సమాచారం తెలుసుకోండి: