দশমী শেষে বিষাদের সুর আকাশে বাতাসে। প্রত্যেকটি বাঙালির মন আজ বিষাদে ভারাক্রান্ত। কারণ, উমা যে কৈলাশে ফিরে গিয়েছেন। আবারও একটা বছরের অপেক্ষা। এই ভারাক্রান্ত হৃদয়ে মন ভালো করে দেওয়ার মতো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে রেড রোডে। স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রয়েছেন দেশ বিদেশের সম্মানীয় অতিথিরা।

এবারের কার্নিভালের থিম রাঙা মাটির দেশ। মোট ৮০টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংস নিয়েছে। প্রত্যেকের জন্য বরাদ্দ হয়েছে ২-৩ মিনিট। দেখুন সেই কার্নিভাল –

 

 

অন্যদিকে, এবার সিঁদুর খেললেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। ছোট থেকে সিঁদুর খেলা দেখতে ভালবাসতেন। একটু বড় হতে খেলতে ভীষণ ইচ্ছে হতো খেলার। কিন্তু অবিবাহিতরা নাকি সিঁদুর খেলতে পারেন না। সেকথাই ছোট থেকেই জেনে এসেছেন। তাই অপেক্ষা ছিলই, সেই সঙ্গে ছিল ইচ্ছেও। তাই বিয়ের প্রথম বছরই সেই ইচ্ছে পূরণ করে ফেললেন এই টলিউড দিভা। শ্বশুরবাড়ি গুয়াহাটিতে রয়েছেন তিনি। আর সেখানেই বিজয়া দশমী পালন করলেন সপরিবারে। লাল শাড়িতে একেবারে বাঙালি ঘরের বউ লাগছিল অঙ্কিতা। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি।

দশমী শেষে বিষাদের সুর আকাশে বাতাসে। প্রত্যেকটি বাঙালির মন আজ বিষাদে ভারাক্রান্ত। কারণ, উমা যে কৈলাশে ফিরে গিয়েছেন। আবারও একটা বছরের অপেক্ষা। এই ভারাক্রান্ত হৃদয়ে মন ভালো করে দেওয়ার মতো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে রেড রোডে। স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রয়েছেন দেশ বিদেশের সম্মানীয় অতিথিরা।

এবারের কার্নিভালের থিম রাঙা মাটির দেশ। মোট ৮০টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংস নিয়েছে। প্রত্যেকের জন্য বরাদ্দ হয়েছে ২-৩ মিনিট।


 


మరింత సమాచారం తెలుసుకోండి: