ওয়েস্ট ইন্ডিজকে কার্যত দুরমুশ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের টেবিলে প্রথম স্থানে টিম ইন্ডিয়া। দুটো টেস্ট জেতায় ভারতের রয়েছে ১২০ পয়েন্ট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি কেএল রাহুল। তাই তাঁকে বাদ দেওয়া হোক এই দাবি উঠছিলই। প্রত্যাশা মতোই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ পড়লেন কেএল রাহুল। আর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের জন্য দলে ঢুকলেন শুভমন গিল। তবে রোহিত শর্মাকে ওপেন করতে দেখা যেতেই পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে। এমনই ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। আর বলের সঙ্গে ব্যাটিংয়েও দলকে নির্ভরতা দিচ্ছেন ইশান্ত শর্মা। আজিঙ্কে রাহানে শতরান পেয়েছেন। এবং অধিনায়কের আস্থার মর্যাদা রেখেছেন মায়াঙ্ক আগারওয়াল। তাই দলে তিনি যে থাকবেন এটাই স্বাভাবিক ছিল। দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতলে প্রথম স্তান অক্ষত থাকবে টিম ইন্ডিয়ার। দেখে নিন ১৫ জনের দল -

রোহিত শর্মা

মায়াঙ্ক আগারওয়াল

চেতেশ্বর পূজারা

বিরাট কোহলি

আজিঙ্কে রাহানে

হনুমা বিহারী

ঋষভ পন্থ

ঋদ্ধিমান সাহা

রবিচন্দন অশ্বিন

রবীন্দ্রর জাদেজা

কুলদীপ যাদব

জসপ্রীত বুমরা

মহম্মদ শামি

ইশান্ত শর্মা

শুভমন গিল

test

 

మరింత సమాచారం తెలుసుకోండి: