ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সিকে(NIA)দেওয়া চিঠিতে তোলপাড়া দেশ। আর সেই চিঠি দিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। সেই হুমকি চিঠিতে চিঠিতে নিজেদের 'হিট লিস্ট'-এর কথা জানিয়েছে লস্কর-ই-তইবা। সেই তালিকায় আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী এমনকি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু কোথা থেকে এই চিঠি পাঠানো হয়েছে? সেই প্রশ্নের উত্তর পেতেই উঠেপড়ে লেগেছেন ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা। সেই উদ্দেশ্যে এর মধ্যেই তদন্ত শুরু করে দিয়েছেন তাঁরা। ভারতে জম্মু-কাশ্মীর সীমান্তবর্তি অংশে লস্করের জঙ্গি কার্যকলাপ নিয়ে চিন্তায় ছিলেন গোয়েন্দারা। সেই চিন্তাই যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই হুমকি চিঠি। সম্প্রতি কোয়েম্বাটোরে ইনভেস্টিগেশন ব্যুরো লস্কর-ই-তইবার হানার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করে।

 

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলকে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন অল ইন্ডিয়া লস্কর-ই-তইবা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দফতরে এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই বিষয়ে BCCI-কে সতর্ক করেছে NIA। এরপরই ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। আর আসন্ন বাংলাদেশ সিরিজে কলকাতায় যে টেস্ট ম্যাচ হওয়ার কথা সেটা যাতে গোলাপী বলের টেস্ট অর্থাত দিন-রাতের টেস্ট করতে ভারতীয় বোর্ড আগ্রহী, সে কথা বাংলাদেশ বোর্ডকে জানিয়েছিল। এবার সেই প্রস্তাবেই সম্মতি দিল বাংলাদেশ বোর্ড। যা ভারতের মাটিতে ইতিহাস। এককথায় মসনদে বসেই বাজিমাত করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২২ নভেম্বর থেকে ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট হবে গোলাপি বলে।


మరింత సమాచారం తెలుసుకోండి: