কান্দাহার বিমান অপহরণ মামলায় সেনা ও সরকারের আমলাতন্ত্রের জটে পড়ে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল কমান্ডোদের৷ এবার লাল ফিতের গেরোয় আটকে সময় নষ্টের দিন শেষ হতে চলেছে। ভারত পেতে চলেছে প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ (CDS)। আর এই পদে অভিষিক্ত হবেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফোর স্টার জেনারেল পদ মর্যাদার হলেও তিন বাহিনীর প্রধানের উপরে থাকবেন তিনি৷

 

কবে থেকে দায়িত্ব পাচ্ছেন ?

 

৩১ ডিসেম্বর অবসর নিতে চলেছেন ভারতীয় সেনাপ্রধান রাওয়াত। তারপরই CDS পদের দায়িত্ব নেবেন তিনি। 

 

এই পদের কাজ কী ?

 

১. ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ 

 

২. এই পদের অধিকারি সরকার ও সেনার মধ্যে *‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট*’ হিসেবে কাজ করবেন৷ 

 

৩. ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা CDS৷ 

 

৪. বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS৷

 

কবে থেকে এই পদ তৈরির ভাবনা শুরু ?

 

যদিও প্রধানমন্ত্রী মোদি ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ তৈরির কথা ঘোষণা করেছিলেন, এই প্রস্তাব কিন্তু প্রায় দু’দশক পুরনো৷ কারগিল যুদ্ধের পর সেনাবাহিনীর গঠনে আমূল পরিবর্তন আনতে কে সুব্রহ্মণম কমিটি গঠন করে সরকার৷ সেই কমিটি সিডিএস পদ তৈরির প্রস্তাব দেয়৷ তবে রাজনৈতিক ডামাডোলে তখন ওই প্রস্তাব হিমঘরে চলে যায়৷ এই পদ তৈরির প্রস্তাব জানিয়ে ২০১৬ সালে একটি রিপোর্টও পেশ করে লেফটেন্যান্ট জেনারেল ডি বি শেখাটকর কমিটি৷ তবে সেই প্রস্তাবও কার্যকরী হয়নি৷

 

এই পদ আর কোন কোন দেশে আছে ?

 

আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের তাবড় দেশগুলিতে চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান৷ ব্রিটিশ সেনার তিন বাহিনীর সমস্ত অভিযান ও কৌশলগত ফৌজ মোতায়েনের বিষয়টি ন্যস্ত থাকে CDS-এর হাতে৷

మరింత సమాచారం తెలుసుకోండి: