সর্বভারতীয় সভাপতি হিসাবে বিজেপিকে দু’টি নির্বাচনে জিতিয়েছেন অমিত শাহ। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে জয় লাভের পর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব অমিত শাহর উপরই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু হত বছর জুন মাসে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন তাঁর পক্ষে একসঙ্গে দু’টো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তারপরই কার্যকরী সভাপতি হিসাবে জেপি নাড্ডারে দায়িত্ব দেওয়া হয়। এবার সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নাড্ডা।

 

সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। ২০১৯-’২২, আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নড্ডা। সোমবার সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ সেখানে মনোনয়নপত্র জমা দেন নড্ডা। অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটে নাগাদ দলের সভাপতি হিসাবে নড্ডার নাম ঘোষণা করেন রাধামোহন সিংহ। ভোটাভুটি চলাকালীন এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরী-সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও।

 

সর্বভারতীয় সভাপতি হিসাবে বিজেপিকে দু’টি নির্বাচনে জিতিয়েছেন অমিত শাহ। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে জয় লাভের পর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব অমিত শাহর উপরই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু হত বছর জুন মাসে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন তাঁর পক্ষে একসঙ্গে দু’টো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তারপরই কার্যকরী সভাপতি হিসাবে জেপি নাড্ডারে দায়িত্ব দেওয়া হয়। এবার সভাপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নাড্ডা।

সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। ২০১৯-’২২, আগামী তিন বছরের জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নড্ডা। সোমবার সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ সেখানে মনোনয়নপত্র জমা দেন নড্ডা। অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটে নাগাদ দলের সভাপতি হিসাবে নড্ডার নাম ঘোষণা করেন রাধামোহন সিংহ।  ভোটাভুটি চলাকালীন এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরী-সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও।

మరింత సమాచారం తెలుసుకోండి: