ফাইভ ট্রিলিয়ন ইকোনমি৷ বাংলায় পাঁচ লক্ষ কোটির অর্থনীতি৷ ২০২৪ সালের মধ্যে ভারত সেই লক্ষ্যে পৌঁছতে সফল হবে বলেই বারবার দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
মোদীর দেখানো সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন বলেই মনে করছেন তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নীতিন গড়কড়ি৷ কিন্তু তাঁর মতে, এই লক্ষ্য কঠিন হলেও একেবারে অসম্ভব নয়৷
মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত হয়েছে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনক্লেভ৷ 
ইন্দোর ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজিত এই কনক্লেভের ২৯তম সংস্করণে শনিবার হাজির হয়েছিলেন কেন্দ্রীয় সড়ক ও সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি৷সেখানেই পাঁচ লক্ষ কোটির অর্থনীতি নিয়ে মুখ খোলেন গড়কড়ি৷ জানান, এই লক্ষ্যে পৌঁছানো কঠিন হলেও একেবারে অসম্ভব নয়৷
এই অসম্ভবকে সম্ভব করার জন্য ভারতবাসীর কী করা উচিত, সেই পথও দেখানোর চেষ্টা করেছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা৷ তাঁর মতে, দেশীয় উৎপাদনের উপর এবার জোর দেওয়ার সময় হয়েছে৷
তাঁর কথায়, প্রতি বছর ওষুধ, চিকিৎসার সামগ্রী, কয়লা, তামা, কাগজ ইত্যাদি জিনিস কিনতে কোটি কোটি ডলার খরচ করা হয়৷ সেই খরচ বদলে ফেলতে হবে৷ এর বদলে দেশীয় উৎপাদনে জোর দিতে হবে৷
যদিও মোদীর লক্ষ্যমাত্রা নিয়ে বরাবর বিরোধীরা কটাক্ষ করে৷ উল্টে মোদী জমানায় দেশের অর্থনৈতিক বৃদ্ধি তলানিতে ঠেকেছে বলে অভিযোগ করে বিরোধীরা৷ এখন দেখার বিরোধীদের জবাব দিয়ে মোদী ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতিকে ফাইভ ট্রিলিয়নে পৌঁছে দিতে পারেন কি না!

మరింత సమాచారం తెలుసుకోండి: