ভারতে এসে সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুজরাতের মোতেরায় সর্দার পটেল স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, পাকিস্তানকে সন্ত্রাস দমনে কড়া ব্যবস্থা নিতেই হবে। ভারতীয় উপমহাদেশ এলাকায় সন্ত্রাস দমনে ভারত ও আমেরিকা যৌথ ভাবে কাজ করবে বলেও আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

 

আজ সপরিবার ভারতে এসে আমদাবাদে গিয়ে প্রথমে সবরমতি আশ্রম পরিদর্শন করেন ট্রাম্প। তার পর যোগ দেন মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে। সেখানেই ইসলামাবাদের উদ্দেশে কার্যত তোপ দেগে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘প্রত্যেক দেশের অধিকার রয়েছে তাঁদের দেশের সীমান্ত সুরক্ষিত রাখার। ভারত ও আমেরিকা সন্ত্রাস নিয়ে নিরন্তর মত বিনিময় করে।  দুই দেশ একসঙ্গে সন্ত্রাস দমনে কাজ করবে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও আমেরিকা কাজ করছে, যাতে তারা সন্ত্রাসের সঙ্গে কোনও আপস না করে কড়া হাতে দমন করে।’’

 

ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থিতাবস্থা রাখার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই উপমহাদেশীয় অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভারতের বড় ভূমিকা রয়েছে। ভারত ও আমেরিকা এ ক্ষেত্রেও যৌথ উদ্যোগে কাজ করবে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যে আগের থেকে ভাল হয়েছে, সে কথাও বলেছেন ট্রাম্প।

 

তিনি যোগ করেন শুধু এই কথা বলেই শেষ করব, গড ব্লেস ইন্ডিয়, গড ব্লেস আমেরিকা 

 এই চুক্তির ফলে ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে 

 আগামিকাল ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হবে 

 একসঙ্গে কাজ করে দু’দেশের বাণিজ্য সম্পর্ক উন্নত হবে বলে আমার আশা 

 ভারত ও আমেরিকা মিলে উন্নততর ভবিষ্যতের লক্ষ্যে কাজ করবে 

 পাকিস্তানকে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে 

 পাকিস্তানকে তাদের দেশের সন্ত্রাসের ঘাঁটি বন্ধ করতে হবে 

 প্রতিটি দেশেরই অধিকার সেই দেশের সীমান্ত রক্ষা করা 

 দুই দেশ মিলে আমরা এই এলাকার শান্তি ও সংহতি রক্ষা করব 

 আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে সব সময় সাহায্য করব 

 আমরা তাজমহল পরিদর্শন করব 

 মহাত্মা গাঁধীর আশ্রম পরিদর্শন আমার কাছে অত্যন্ত আনন্দের 

 আপনাদের দেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেনা বাহিনী 

 সারা দেশে প্রায় দুই শতাধিক ভাষায় কথা বলেন এখানকার মানুষ 

 দিওয়ালি, হোলির মতো রঙিন উৎসব পালন করেন এখানকার মানুষজন 

 বহু ক্রিকেটার তৈরি করেছে এই দেশ, তার মধ্যে অন্যতম সচিন তেন্ডুলকর 

 ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র মতো সিনেমা তৈরি হয়েছে 

 এই দেশে সারা বছর প্রচুর সিনেমা তৈরি হয়, প্রতিভায় পরিপূর্ণ এই দেশ 

 এই দেশের ঐক্য ও সংহতি সারা বিশ্বের কাছে উদাহরণ 

 আপনাদের দেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান একসঙ্গে থাকে 

 আমেরিকা ও ভারতের মধ্য বন্ধুত্ব সব সময়ই খুব ভাল 

 পরিশ্রমের মাধ্যমে যে সব কিছু করা যায়, তা করে দেখিয়েছেন মোদী

 আগামী দশ বছরের মধ্যে দেশে দারিদ্র দূর হবে

 বন্ধু নরেন্দ্র মোদীর জন্য আমি গর্বিত 

 প্রতি দিন, প্রতি মুহূর্তে কাজ করে চলেছেন মোদী 

 ৭ কোটি বাড়ি তৈরি হয়েছে, বিপুল সংখ্যক মানুষ গ্যাস কানেকশন পেয়েছে 

 বিশাল সংখ্যক মানুষ ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছে 

 মোদীর নেতৃত্বে ভারতের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে 

 ভারত বৈচিত্রের সমষ্টি, সবচেয়ে বড় গণতন্ত্র ও বিশ্বের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য দেশ 

 ভারতকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত 

 এখানে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে এসে নিজেকে ধন্য মনে করছি 

মোদীর ভূয়সী প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

మరింత సమాచారం తెలుసుకోండి: