৭ বছরের অপেক্ষা। গোটা দেশের অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো ২০ মার্চ ২০২০ সালে। ফাঁসি হলো নির্ভয়ার চার ধর্ষক-হত্যাকারীর। ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল দিল্লির নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। মৃত্যুদণ্ড কার্যকর হল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের। এই মামলায় ৬ অপরাধী ছিল। এক অপরাধী রাম সিং জেলেই আত্মহত্যা করেছিল। আর নাবালক হওয়ায়, তিন বছর হোমে থেকেই সাজার মেয়াদ শেষ করে, ২০১৫ সালে মুক্তি মেলে আর এক অভিযুক্তের। 

 

২০১২ সালে ১৬ ডিসেম্বর চলন্ত গণধর্ষণের শিকার হতে হয় ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে। বাধা দিতে গেল প্রহৃত হতে হয় নির্ভয়ার পুরুষ সঙ্গীকেও। পৈশাচিক অত্যাচারের পর বাঁচানো সম্ভব হয়নি নির্ভয়াকে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নির্ভয়াকে। নির্মম অত্যাচারের ১৩ দিন পর, ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ১৬ ডিসেম্বর, ২০১২ থেকে ২০ মার্চ, ২০২০— সম্পূর্ণ হল অপরাধ থেকে বিচার হয়ে শাস্তিদানের বৃত্ত।

 

৭ বছরের অপেক্ষা। গোটা দেশের অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো ২০ মার্চ ২০২০ সালে। ফাঁসি হলো নির্ভয়ার চার ধর্ষক-হত্যাকারীর। ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হল দিল্লির নির্ভয়া কাণ্ডের চার প্রাপ্তবয়স্ক অপরাধীকে। মৃত্যুদণ্ড কার্যকর হল মুকেশ সিংহ, বিনয় শর্মা, পবন গুপ্ত এবং অক্ষয় কুমার সিংহের। এই মামলায় ৬ অপরাধী ছিল। এক অপরাধী রাম সিং জেলেই আত্মহত্যা করেছিল। আর নাবালক হওয়ায়, তিন বছর হোমে থেকেই সাজার মেয়াদ শেষ করে, ২০১৫ সালে মুক্তি মেলে আর এক অভিযুক্তের। 

 

২০১২ সালে ১৬ ডিসেম্বর চলন্ত গণধর্ষণের শিকার হতে হয় ২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে। বাধা দিতে গেল প্রহৃত হতে হয় নির্ভয়ার পুরুষ সঙ্গীকেও। পৈশাচিক অত্যাচারের পর বাঁচানো সম্ভব হয়নি নির্ভয়াকে। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নির্ভয়াকে। নির্মম অত্যাচারের ১৩ দিন পর, ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ১৬ ডিসেম্বর, ২০১২ থেকে ২০ মার্চ, ২০২০— সম্পূর্ণ হল অপরাধ থেকে বিচার হয়ে শাস্তিদানের বৃত্ত।

మరింత సమాచారం తెలుసుకోండి: