প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণেই ঘোষণা করেছিলেন ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের। বুধবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন বিস্তারিত। প্রধানমন্ত্রী ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার সময়ই বলেছিলেন, কোন খাতে কত আর্থিক সাহায্য, ধাপে ধাপে তা ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই মতোই প্রথম দিন ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য বড়সড় প্যাকেজের ঘোষণা করলেন নির্মলা সীতারামন। মোট ছ’টি পদক্ষেপ করা হয়েছে। এই ক্ষেত্রকে অনেকটাই স্বস্তির বার্তা রয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। মোট ৩ লক্ষ কোটির প্যাকেজ দেওয়া হবে এই ক্ষেত্রে। তার মধ্যে ঋণের সুবিধা থেকে নানা ক্ষেত্রে এই সুবিধা পাবে এই সংস্থাগুলি। এ ছাড়া ইপিএফ-এবং টিডিএস-এ কম টাকা কেটে হাতে বেশি টাকা দেওয়ার সংস্থানও করেছেন অর্থমন্ত্রী। রয়েছে রিয়েল এস্টেট সংস্থা, ঠিকাদারদের জন্য সুবিধার ঘোষণাও। 

 

অন্যদিকে, করোনা-পরিস্থিতিতে রাজ্যে পুরভোট আপাতত স্থগিত। বৃহস্পতিবারই শেষ হয়েছে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের মেয়াদ। কী করবে রাজ্য সরকার, তা নিয়ে জল্পনা চলছিল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর বুধবার একটি নির্দেশনামা জারি করে এই প্রশাসক বোর্ড গঠন করেছে। ৮ মে অর্থাৎ শুক্রবার থেকেই এই নতুন বোর্ড কার্যভার গ্রহণ করেছে। রাজ্য সরকারের জারি করা নির্দেশনামার ভিত্তিতে মেয়র এবং মেয়র পারিষদরা কর্মক্ষম থেকে গেলেও কাউন্সিলররা কিন্তু সকলেই এখন প্রাক্তন। যত দিন না পরবর্তী নির্বাচন হচ্ছে, তত দিন কলকাতা পুরসভার সব ওয়ার্ডই কাউন্সিলর-শূন্য অবস্থাতেই থাকতে চলেছে। কিন্তু তৃণমূল সূত্রের খবর, কাউন্সিলরদের অকেজো করে দিতে চাইছে না দল। আপাতত লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং সংক্রান্ত নানা বিধিনিষেধের কারণে নির্বাচন হল না ঠিকই, কিন্তু কয়েক মাস পরে নির্বাচনে যেতে হতে পারে।

మరింత సమాచారం తెలుసుకోండి: