লকডাউনের মাঝেই আর এক বিপদ সাইক্লোন। বুধবার দুপুরে প্রবল বেগে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘আমপান’। শক্তিশালী থেকে অতি শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় আমপান। এ রাজ্যের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যবর্তী কোনও এলাকায় আমপান আছড়ে পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমপানের শক্তি কয়েকগুণ বাড়বে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমপান ‘সুপার সাইক্লোন স্টর্ম’-এর চেহারা নেবে। এই অতি শক্তিশালী ঘূ্র্ণিঝড়ের ঘূর্ণনের গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আমপানের ঝাপটায় সব থেকে বেশি ক্ষতক্ষতির সম্ভাবনা রয়েছে, দিঘা, মন্দারমণি, সুন্দরবনের সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকায়। ঝড়ের তাণ্ডবে কাঁচা বাড়ির ভেঙে পড়তে পারে। গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। প্রাণহানির ঘটনা যাতে না ঘটে,তার আগাম সতর্কতা হিসেবে উপকূলের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্য প্রশাসন গোটা পরিস্থিতির উপরে নজর রেখেছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

অন্যদিকে, করোনা সংক্রমণের নিরিখে বিভিন্ন এলাকাকে তিন ভাগে ভাগ করছে রাজ্য। বুথভিত্তিক ভাবে এই ভাগ করা হয়েছে। কন্টেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, অ্যাফেক্টেড জোন, দ্বিতীয়ত, বাফার জোন ও তৃতীয়ত ক্লিন জোন। নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

 

• খেলা চলবে, তবে জমায়েত নয়, বললেন মুখ্যমন্ত্রী।

 

• ২৭ মে থেকে অটো চলবে। তবে দু’জন করে যাত্রী থাকবে। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

 

• বেসরকারি বাসও চালাতে অনুরোধ করব। বেসরকারি বাসমালিকদের অনুরোধ মমতার।

 

• বিভিন্ন জেলার মধ্যে সরকারি বাস চালানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর।

 

• সামাজিক দূরত্ব মেনে হোটেল খুলবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

• এক দিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খোলার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

 

• ২৭ মে-র পর থেকে জোড়-বিজোড় নীতি মেনে খুলবে হকার্স মার্কেট, বললেন মমতা।

 

• ২১ মে থেকে সব বড় দোকান খুলবে।

 

• কন্টেনমেন্ট এলাকা ছাড়া সব এলাকায় বড় দোকান খুলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

• সাধারণ মানুষকে বলব, নিজেরা নিজেদের যত্ন নিন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে জন সাধারণকে বার্তা মুখ্যমন্ত্রীর।

మరింత సమాచారం తెలుసుకోండి: