জম্মু- কাশ্মীর চাপানোতর নিয়ে এবার ভারতের পাশে স্পষ্টভাবে দাঁড়াল রাশিয়া।ভারত পাকিস্তানকে শান্তি রক্ষার বার্তা দেওয়ার সাথে সাথে এও স্পষ্ট করে জানিয়েছে সংবিধান লঙ্ঘন না করেই ভারত জম্মু- কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে।

রুশ বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, ‘‘সংবিধানসম্মত ভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে।’’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘আমরা আশা করি যে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না। রাশিয়া সব সময়েই ভারত ও পাকিস্তানের মধ্যে সুষ্ঠু সম্পর্কের পক্ষে সওয়াল করে আসছে।’’

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে ‘‘আমরা আশা করব, শিমলা চুক্তি ও লাহৌর ঘোষণাপত্র মেনে দুই দেশ রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে তাদের যাবতীয় দ্বন্দ্বের নিরসন ঘটাবে।’’

৩৭০ ধারা বাতিল ও প্রশাসনিক বিভাজন নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য— চিন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেনকে গোটা বিষয়টি জানিয়েছিল ভারত। পাকিস্তানের দাবি সত্ত্বেও কোনও দেশই ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কোনও কথা বলেনি। কিন্তু স্পষ্টভাবে রাশিয়াই ভারতের পাশে প্রথম দাঁড়াল।

ইসলামাবাদ ভারতকে কোণঠাসা করতে তৎপর।কিন্তু ইসলামাবাদকে কিছুটা হতাশ করে, কয়েক দিন আগে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মর্গান অর্টাগাস স্পষ্ট জানিয়েছেন, ‘‘কাশ্মীর নিয়ে আমাদের নীতির পরিবর্তন হয়নি।’’

কিছুটা হলেও পাকিস্তানের পাশে দাঁড়িয়ে চিন বলেছে কেও একতরফা সিদ্ধান্ত নিয়ে ঐ এলাকার স্থিতাবস্থা নষ্ট যেন না করে।দুই দেশেরই উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা।

 


మరింత సమాచారం తెలుసుకోండి: