সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাত নটায় ডিসকাভারি চ্যানেলে সম্প্রসারিত হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড –এর বিশেষ অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানটি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। সঙ্গে ছিলেন ব্রিটিশ অভিযাত্রী বিয়ার গ্রিলস। ১৮০ দেশের দর্শক সাক্ষী রইল বিশেষ অনুষ্ঠানটির। আর এই অনুষ্ঠানটির জন্যই তিনি ছুটি নিয়েছিলেন। এদিন অনুষ্ঠানের শুরুতেই তিনি বলে দেন, ১৮ বছরে প্রথম ছুটি নিলেন তিনি। প্রধানমন্ত্রীর যুক্তি, ‘‘প্রকৃতির মধ্যে সময় কাটাব বলে নিজেকে সামান্য সময় দিলাম।’’ তিনি এদিন অনুষ্ঠানে প্রকৃতি সংরক্ষণ থেকে শুরু কেন মানুষের কাছে এই জঙ্গল এত আতকর্ষণের সে কথাও জানিয়েছেন। ব্রিটিশ অভিযাত্রী বেয়ার গ্রিলসের প্রশ্ন ছিল উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে তো হিংস্র পশুও আছে। বাঘও আছে। জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘আমরা প্রকৃতির সঙ্গে তালমিল রেখে চললে বন্য পশুও কিছু করবে না।’’ পাহাড়, প্রকৃতি, নদী, হ্রদ, যাঁরা উপভোগ করেন তাদের জন্য এটা এক ‘শানদার’ জায়গা। এভাবেই বেয়ার গ্রিসলসের সঙ্গে এগিয়ে নিয়ে গিয়েছেন ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠান।

 

অনুষ্ঠানের শুরুতে দেখানো হয় কপ্টার নামল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপর সিকিউরিটিতে মোড়া করিডরে গাড়ি ছুটিয়ে বেয়ার গ্রিলসের সামনে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাড়ি থেকেই নেমেই বললেন – ওয়েলকাম টু ইন্ডিয়া। শুরু হলো প্রধানমন্ত্রীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান। এরপর একটা সময়ে ভেলায় বসেছিলেন নরেন্দ্র মোদী। ব়্যাফট ঠেলে এগোলেন বেয়ার গ্রিলস। বললেন, দুটি নদীর সংযোগস্থলের জায়গাটা ভয় পাচ্ছি। মোদী নির্বিকার। বললেন, ভয় পাই না। ছোটবেলা কেটেছে এভাবেই। ভারতে প্রতিটি গাছকে ভগবান মনে করা হয়। প্রকৃতিকে ভালবেসে চলতে হয়। পরক্ষণেই মোদী নিয়ে গেলেন নিজেকে প্র্যটন বানিজ্যের দিকে। বললেন, যুব সমাজ যখনই এটা দেখবে, তখনই ভারতকে পর্যটন কেন্দ্র হিসাবে বেছে নেবে।

 


మరింత సమాచారం తెలుసుకోండి: