যেভাবে নোট বন্দি হয়েছিল, অনেকটা সেই ভঙ্গিতেই ডেবিট কার্ড অর্থাত এটিএম কার্ড তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন এসবিআই-এর চেয়ারম্যান রজনীশ কুমার। ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) যৌথ উদ্যোগে প্রতিবছরই ব্যাঙ্কিং কনক্লেভ ‘ফাইব্যাক’-এর আয়োজন করা হয়, সেই অমুষ্ঠানই ডেবিট কার্ড তুলে দেওয়ার কথা জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান। তবে তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে পকেটে ডেবিট কার্ড রাখার প্রয়োজন পড়বে না। অর্থাত একটা জিনিস স্পষ্ট বিষয়টি নিয়ে ধীরেই এগোতে চাইছে এসবিআই, নোটবন্দির মতো রাতারাতা ডেবিট কার্ড তুলে দেবে না এসবিআই। বর্তমানে এসবিআইয়ে ডেবিট কার্ড গ্রাহকে সংখ্যা ৯০ কোটি। এবং ৩ কোটি রয়েছে ক্রেডিট কার্ড।

 

প্রসঙ্গত, ব্যাঙ্কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে টাকা তোলার হাত থেকে স্বস্তি দিয়েছিল ডেবিট কার্ড। যখন ইচ্ছে প্রয়োজন মতো টাকা তোলা যায়। কিন্তু ডেবিট কার্ড বন্ধ করে দিলে নগদ টাকা তোলা যাবে কী করে ? প্রচণ্ড দুশ্চিন্তায় গ্রাহকরা। তাই এই খবর প্রকাশ হওয়ার পরই তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। তাহলে এসবিআই কি নগদ টাকা তোলার সম্পূর্ণ ব্যবস্থা বন্ধ করে দিতে চাইছে ? তা যদি না হয় তাহলে বিকল্প উপায় কী ? এ প্রশ্নের উত্তরও দিয়েছেন এসবিআই চেয়ারম্যান। তিনি জানান, নি:সন্দেহ ডিজিটাল ট্রান্সজ্যকশনের উপর আমরা বেশি জোর ‘ইওনো’ প্রযুক্তি আরও বেশি করে ব্যবহারের উপর জোর দেওয়া হবে। অবশ্য ইতিমধ্যেই তা চালু রয়েছে। ইওনো প্রযুক্তি তাহলে কী? এটি আসলে কার্ডলেস লেনদেনের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। যার মাধ্যমে এক দিকে যেমন কেনাকাটা থেকে শুরু করে যে কোনও পেমেন্ট বা মানি ট্রান্সফার করা যায়, তেমনই নগদ টাকাও তোলা যায়।


మరింత సమాచారం తెలుసుకోండి: