মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদিকে বলো’-কে টেক্কা দিতে বঙ্গ বিজেপির নতুন অস্ত্র 'চা-চক্রে দিলীপ দা'। রাজ্য বিজেপির এই কর্মসূচীর লক্ষ্য হলো রাজ্যের গ্রামে গ্রামে গিয়ে চা চক্রের আসরে সেখানকারা মানুষদের অভাব – অভিযোগ, সুখ-দুঃখের কথা শোনা। আর রাজ্য বিজেপির এই কর্মসূচীকেই কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। চাঁচাছোলা ভাষায় পার্থ চট্টোপাধ্যায় বলেন, "দিলীপ ঘোষের দাদাকে বলো করে লাভ নেই। বিজেপির দাদাকে বলো দিলীপ ঘোষ নিজেই তো বাংলার সমস্যা। ওনাকে সমস্যার কথা বলে কী হবে? উনি কি পশ্চিমবঙ্গের ইতিহাস জানেন? মানুষের পাশে দাঁড়িয়েছেন? শ্রমজীবী মানুষের আন্দোলন সম্পর্কে জানেন? বাংলার কৃষক আন্দোলন সম্পর্কে জানেন?"

এখানেই শেষ নয়, বিজেপিকে ধার্মিক দল বলেও কটাক্ষ করেন তৃণমূল সচিব। বাংলায় একটা নতুন রাজনৈতিক দল বলব নাকি ধার্মিক দল বলব জানি না। তারপর তো দাদা। দাদা আগে কিছু করুক তারপর তো মানুষ দাদাকে বলবে। আসলে ‘দিদিকে বলো’ কর্মসূচীতে ভয় পেয়েছে বিজেপি। প্রসঙ্গত, লোকসভা ভোটে রাজ্যে সাফল্যের পর রাজ্য বিজেপির পাখির চোখ এবার ২০২১। তাই শাসক দলকে টেক্কা দিতে তাঁদেরই পাল্টা পথ বের করছে বিজেপি।

অন্যদিকে, ৯ অগাস্ট গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লির এইমসে ভর্তি হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে পোঁছে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পরেন দিন গিয়েছিলেন উপরাষ্ট্র্পতি ভেঙ্কাইয়া নাইডুও। সময়ের সঙ্গে অরুণ জেটলির অবস্থার উন্নতি খুব একটা হয়নি। বরং ক্রমশই খারাপ হচ্ছিল শরীর। লাইফসাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে ২৪ অগাস্ট দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করনে এই দূরদর্শী নেতা ও ক্রিকেট প্রেমিক। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 



మరింత సమాచారం తెలుసుకోండి: