জেএমবি জঙ্গি ইজাজ আহমেদকে গ্রেফতার নিঃসন্দেহে এসটিএফের কাছে বড় সাফল্য ছিল। এবার সেই ইজাজকে জেরা করেই আরও তিন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

এসটিএফ সূত্রে খবর, ধৃতরা উত্তর দিনাজপুরে জঙ্গি সংগঠনের দায়িত্বে ছিল। যুবক-যুবতীদের জেহাদি ভাবধারয় উদ্বুদ্ধ করা থেকে জঙ্গি সংগঠনে নিয়োগ –এসবই ছিল ধৃতদের কাজ। ধৃত তিন জেএমবি জঙ্গি আবদুল কাসিম, আবদুল বারি ও নাসিমুদ্দিন খান এভাবেই এতদিন উত্তর দিনজপুরে কাজ চালাচ্ছিল। ধৃতদের মধ্যে কাসেমই কম বয়সী। নাসিমুদ্দিন মৌলবী এবং আবদুল বারি তহবিল দেখাশোনা করত। এছাড়া ইটাহারে একটি মেডিক্যাল ল্যাবরেটরিও পাওয়া গিয়েছে। সেখানে কী ধরনের ঔষধ তৈরি হতে তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

উল্লেখ্য কিছুদিন আগেই জেএমবি জঙ্গি ইজাজ আহমেদকে গ্রেফতার করে জঙ্গিদের কার্যকলাপ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায় বলে এসটিএফ সূত্রে খবর। এবার সেই সূত্র ধরেই এই তিন জনের খোঁজ পায় এসটিএফ। তারপরই জাল পেতে গ্রেফতার করা হয় এই তিন জনকে।



উল্লেখ্য কিছুদিন আগেই জেএমবি জঙ্গি ইজাজ আহমেদকে গ্রেফতার করে জঙ্গিদের কার্যকলাপ সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া যায় বলে এসটিএফ সূত্রে খবর। এবার সেই সূত্র ধরেই এই তিন জনের খোঁজ পায় এসটিএফ। তারপরই জাল পেতে গ্রেফতার করা হয় এই তিন জনকে।


మరింత సమాచారం తెలుసుకోండి: