গত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ক্যারিবিয়ানদের বধ করেছিল টিম ইন্ডিয়া। এককথায় দাপটের সঙ্গে ম্যাচ জিতেছিল ভারত। নিজেদের দেশের মাটিতেই ভারতের কাছে পর্যদুস্ত হতে হয়েছিল ক্যারিবিয়ানদের। এবার ভারত সফরে আসছে টিম ওয়েস্ট ইন্ডিজ। খেলবে তিনটি টি২০ সিরিজ এবং ওয়ান ডে সিরিজ। এবার কি পারবে ক্যারিবিয়ানরা বদলা নিতে ? সেই সম্ভাবনা প্রায় নেই বললেও সময় দেবে এ প্রশ্নের উত্তর। তবে ৬ ডিসেম্বর থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে দল ঘোষমা করে দিল ভারত। আর টি২০ স্কোয়াডে ঢুকলেন মহম্মদ শামি, ভূবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব। আর প্রত্যাশা মতো ক্রুণাল পাণ্ডিয়ায় জায়গায় ঢুকলেন রবীন্দ্র জাদেজা। আর খলিল আহমেদ ও শার্দুল ঠাকুরের জায়গায় ঢুকলেন দুই অভিজ্ঞ পেশার মহম্মদ শামি এবং ভূবনেশ্বর কুমার। তবে বাংলাদেশে সিরিজে বিশ্রামে থাকলেও টি২০ এবং ওয়ান ডে দুটি সিরিজেই দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। দেখে নিন টি ২০ ও ওয়ান ডে স্কোয়াড -

 

টি ২০ : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুস, শ্রেয়াস আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, ওয়াসিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভূবনেশ্বর কুমার

 

ওয়ান ডে : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুস, শ্রেয়াস আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যজুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মহম্মদ শামি, ভূবনেশ্বর কুমার

 

 

మరింత సమాచారం తెలుసుకోండి: