প্রথম ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজের প্রপথম ম্যাচ। সেই ম্যাচে দাপটের সঙ্গে জিতে নিল বিরাট বাহিনী। শ্রীলঙ্কার ১৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত। অতএব সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট হাতে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ভয়ঙ্কর হতে দিলেন না বুমরা-সাইনি-কুলদীপরা। ব্যাটিং উইকেট পেয়েও ধীর গতিতে রান তুলল দ্বীপরাষ্ট্র। পার্টনারশিপ হল না। চার-ছক্কার বৃষ্টিও হল না। ২০ ওভারে শ্রীলঙ্কা করল ৯ উইকেটে ১৪২ রান। জবাবে ব্যাট করতে নেমে রাহুল ফেরেন ৪৫ রানে, ধওয়ন আউট হন ৩২ রানে। শ্রেয়াস খেলেন ভালো ইনিংস। বিরাট কোহালি করেন অপরাজিত ৩০ রান।  

প্রত্যাবর্তনের যশপ্রীত বুমরার দিকে নজর ছিল সবার। কখনও স্লোয়ার, কখনও গতির হেরফের ঘটিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বেগ দেন তিনি। শানাকাকে যে বলটায় বোল্ড করেন বুমরা, তার গতি আগেই কমিয়ে দিয়েছিলেন। শেষ ওভারটি অবশ্য ভাল করেননি বুমরা। তাঁকে সামলে খেলতে গিয়ে দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা উইকেট দেন শার্দুল ঠাকুর (৩টি উইকেট), নবদীপ সাইনি (২টি উইকেট), ওয়াশিংটন সুন্দরের (১ উইকেট) ওভারে। প্রত্যাবর্তনের যশপ্রীত বুমরার দিকে নজর ছিল সবার। কখনও স্লোয়ার, কখনও গতির হেরফের ঘটিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বেগ দেন তিনি। শানাকাকে যে বলটায় বোল্ড করেন বুমরা, তার গতি আগেই কমিয়ে দিয়েছিলেন। শেষ ওভারটি অবশ্য ভাল করেননি বুমরা। তাঁকে সামলে খেলতে গিয়ে দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা উইকেট দেন শার্দুল ঠাকুর (৩টি উইকেট), নবদীপ সাইনি (২টি উইকেট), ওয়াশিংটন সুন্দরের (১ উইকেট) ওভারে।

మరింత సమాచారం తెలుసుకోండి: