প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচ ছিল সিরিজে টিকে থাকার লড়াই আর কামব্যাকের ম্যাচ। লেটার মার্কস পেয়ে সসম্মানে কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। অজিদের পাহাড় প্রমাণ রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতে নিয়েছে ৩৬ রানে। এখন সিরিজ ১-১. সিরিজ জিততে শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে। কিন্তু চোটের কী অবস্থা রোহিত শর্মা (Rohit Sharma), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং ঋষভ পন্থের (Rishav Pant) ?

 

টিম ম্যানেজমেন্ট বলছে উদ্বেগের কোনও কারণ নেই। সব ঠিক থাকলে, তৃতীয় ওয়ানডেতে ফের রোহিত এবং ধাওয়ানের জুটিই ওপেন করবে। প্রথম ম্যাচে প্যাট কামিন্সের একটি বাউন্সার পন্থের ব্যাট ছুঁয়ে এসে মাথায় লাগে। সেই বলটি এতটাই গতিতে লেগেছিল, যে সেদিন আর ফিল্ডিং করতে পারেননি পন্থ। পরে জানা যায়, তাঁর কনকাশন হয়েছে। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সময় সেই কামিন্সের বাউন্সারেই চোট পান শিখর ধাওয়ান। তাঁর পাঁজরে একটি বল সজোরে আঘাত করে। প্রথমে কিছুক্ষণ চিকিৎসার পর ফের ব্যাট করেন ধাওয়ান। কিন্তু ড্রেসিং রুমে ফিরে আর তাঁর পক্ষে ফিল্ডিংয়ে নামা সম্ভব হয়নি। আবার দ্বিতীয় ম্যাচেই ফিল্ডিং করার সময় চোট পান রোহিত(Rohit Sharma)। ডিপ স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে একটি বল ধরতে গিয়েই বাঁ-দিকের কাঁধে চোট পান তিনি। সেসময় যন্ত্রণায় এতটাই কাতর ছিলেন যে, বল ছুঁড়তেও পারছিলেন না। মাঠ থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ ফিজিওর কাছে চিকিৎসা নিতে দেখা যায় তাঁকে। আর তাতেই আশঙ্কিত হয়ে পড়েন সমর্থকরা। তবে, অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন, রোহিতের চোট নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ওঁর আর তেমন কোনও অসুবিধা হচ্ছে না।

మరింత సమాచారం తెలుసుకోండి: