টি২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পর ওয়ান ডে সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করল নিউজিল্যান্ড। আর এরই সঙ্গে অধিনায়ক বিরাট কোহলিরও সবচেয়ে খারাপ সিরিজ গেল শেষ পাঁচ বছরে। এই ওয়ান ডে সিরিডে মাত্র ৭৫ রান এলো চেজ মাস্টারের ব্যাট থেকে। ‘হিটম্যান’ না থাকায় কোহালিকেই নিতে হত দলের দায়িত্ব। কিন্তু কোহালি পারেননি। প্রথম ওয়ানডে-তে ভারত অধিনায়ক করেন ৫১ রান। সেই ম্যাচে ভারত পাহাড়প্রমাণ রান করেও জিততে পারেনি। দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে ফিরতে হয় ‘চেজমাস্টার’কে। সিরিজের তৃতীয় ম্যাচে ৯ রান করেন কোহালি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#Repost @indiancricketteam ・・・ Focus goals? 🎯🎯 Ask the Skip! 👌🏻👌🏻 #TeamIndia #INDvAUS

A post shared by Virat Kohli (@virat.kohli) on

మరింత సమాచారం తెలుసుకోండి: