দেশের মাটিতে প্রথম দিন-রাতের টেস্ট খেলে সফলতা পেয়েছে টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিরুদ্ধেই প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল কোহলিরা। জয় এসেছিল সহজেই। কিন্তু সেটা ছিল প্রথম গোলাপি বলের টেস্ট এবং দেশের মাটিতে। এবার বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, "হ্যাঁ, ভারত অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবে। এই বিষয়ে বোর্ডের তরফে পরে সরকারি ভাবে ঘোষণা করা হবে।" বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুধু অস্ট্রেলিয়া সফরেই নয়, পরের মরসুমে ঘরের মাঠেও দিন-রাতের টেস্ট খেলবে ভারত। আর সেক্ষেত্রে বিপক্ষে থাকবে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। ফলে, আগামী শীতে কোহালিরা গোলাপি বলে দুটো দিন-রাতের টেস্ট খেলতে চলেছেন। যার একটি দেশে, অন্যটি অস্ট্রেলিয়ায়। যা আভাস মিলছে, তাতে ভারত বনাম অস্ট্রেলিয়ার গোলাপি বলে দিন-রাতের টেস্ট সম্ভবত অ্যাডিলেডে বা পারথে হবে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

A brilliant CENTURY for @viharigh in the practice game against New Zealand XI. He retires after scoring 101 runs.

A post shared by Team India (@indiancricketteam) on

మరింత సమాచారం తెలుసుకోండి: