তিনি মাঠে নামাই রেকর্ড। তিনি বিশ্বের সেরা চেজ মাস্টার। তিনি ভারত অধিনায়ক। তিনি বিরাট কোহলি। সামনে ভরা মরসুম। আগামী তিন বছরের মধ্যেই দুটি টি২০ বিশ্বকাপ এবং একটি ৫০ ওভারের বিশ্বকাপ। তারপরেই নাকি অবসর নেবেন বিরাট কোহলি। তবে ক্রিকেটের তিন ফর্ম্যোটের মধ্যে যে কোনও একটি ফর্ম্যাট থেকে অবসর নেবেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু আগে এমনই মন্তব্য করলেন ভারত অধিনায়ক। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘আমি বড় প্রেক্ষাপটে দেখছি। কঠিন তিনটে বছরের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। এর পরেই হয়তো অন্য কথাবার্তা শুনতে পাবেন আমার কাছ থেকে। আগামী দু’-তিন বছরে আমার কোনও সমস্যা হবে না। কিন্তু আমার বয়স যখন ৩৪ বা ৩৫ হবে, তখন শরীর হয়তো বেশি ধকল নিতে পারবে না।’’ তখনই একটা ফর্ম্যাটকে ছেড়ে দেওয়ার কথা হয়তো ঘোষণা করে দেবেন ভারত অধিনায়ক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Good session out in the middle 💪💪 #NZvIND

A post shared by Virat Kohli (@virat.kohli) on

మరింత సమాచారం తెలుసుకోండి: