কামব্যাক, কামব্যাক, কামব্যাক। এটাই বোধহয় ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অধ্যায়। প্রায় ৬৫ বছর পর ভারতীয় ক্রিকেটের মদনদে কোনও টেস্ট খেলিয়ে ক্রিকেটার। রবিবার নাটকের পর নাটক। তারপর শেষ হাসি হাসলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অনেকটা প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের শেষ কয়েকটা মিনিটে ৪-৩ করে ম্যাচ জিতে নেওয়ার মতো ঘটনা। আর মসনদে বসেই প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর নজর থাকবে বলে জানিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর বিসিসিআই-এর সভাপতি হওয়ার পর এই প্রথম কলকাতায় এলেন প্রিন্স অফ ক্যালকাটা। বিমানবন্দরে দিলেন প্রথম প্রতিক্রিয়া। তারপর সিএবি ঢুকতেই রাজকীয় অভ্যর্থনা। পুষ্প বৃষ্টিতে স্নান করলেন বাংলার মহারাজ। প্রবেশদ্বারে বসানো হয়েছিল তোরণ। বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাট আউট বসানো হয়েছে দেওয়াল জুড়ে। সিএবি জুড়ে প্রাণচঞ্চলতা। ইডেনের সামনে মহারাজ পৌঁছতেই জ্বলে ওঠে হাজার ওয়াটের আলো। পুষ্পবৃষ্টি হল। আতসবাজি পোড়ানো হল। কোনও রকমে ভিড় ঠেলে সৌরভ ঢুকে পড়লেন সিএবির অন্দরমহলে। তারপর কেক কাটলেন তিনি। দেখে নিন কলকাতা বিমানবন্দরে  নেমে কী বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-

 

জগমোহন ডালমিয়ার পরে তিনিই বাংলা থেকে ক্রিকেট বোর্ডের সর্বময় কর্তা হলেন। দশ মাসের জন্য যে তিনি বোর্ড প্রেসিডেন্ট এবং তার পরে তিন বছরের বাধ্যতামূলক ‘কুলিং অফে’ চলে যেতে হবে। তাতে কী হাতে এখনও ১০ মাস। ভারতীয় বোর্ড যে এক অন্যমাত্রায় পৌঁছেবে তা নিয়ে আশাবাদী আপামোর ক্রিকেট প্রেমীরা।

 


మరింత సమాచారం తెలుసుకోండి: