মায়াঙ্কা আগারওয়াল, চেতেশ্বর পূজারা আর তারপর অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৩৯ রানে তিন উইকেট হারিয়ে তখন চাপে পড়ে গিয়েছে ভারত। ক্রিজে নামলেন সহ অধিনায়ক আজিঙ্কে রাহানে। তারপর থেকে রাহানে সঙ্গী করেই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে চললেন রোহিত শর্মা। দিনের শেষে অপরাজিত ১১১ রানে রোহিত। আজিঙ্কে রাহানে ৮৩ রানে অপরাজিত। ভারতের স্কোর ২২৪ রানে তিন উইকেট। বৃষ্টি জন্য এদিন মাত্র ৫৮ ওভার খেলা হয়ে শেষ হয়ে যায়। তবে এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনির ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনিকেই ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা।

 

বৃষ্টি সবে শুরু হয়েছে, রোহিত শর্মা তখন ব্যাট করছেন ৯৫ রানে। না, সিঙ্গল নয় একেবারে ছক্কা মেরে নিজের ক্যারিয়ারে টেস্টে ষষ্ঠ শতরান করলেন রোহিত শর্মা। সেই সঙ্গে করলেন পরপর তিনটি রেকর্ড। সেগুলি কী কী ?

 

১) ভারতীয় হিসেবে টেস্টে ষষ্ঠ শতরান করে রোহিত ছুঁলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মনসুর আলি খান পতৌদিকে। ৯০টি টেস্ট খেলে ছ’টি শতরান করেছিলেন ধোনি। রোহিত অবশ্য মাত্র তিরিশটি টেস্ট খেলেই সেই রেকর্ড করে ফেললেন।

 

২) রোহিত ছুঁলেন কিংবদন্তী সুনীল গাভাসকারপকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি শতরান করেও নজির গড়লেন রোহিত। সুনীল গাভাসকরের পর দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এক সিরিজে তিনটি বা তার বেশি শতরানের রেকর্ড করলেন তিনি।

 

৩) কোনও সিরিজে সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ১৬ ইনিংসে মেরেছিলেন ১৫টি ছয়। রাঁচিতে স্টোকসকেও ছাপিয়ে গেলেন রোহিত। চলতি টেস্ট সিরিজের এখনও পর্যন্ত ১৭টি ছক্কা মেরেছেন রোহিত।


మరింత సమాచారం తెలుసుకోండి: