ভারতের জন্য বিশেষ স্কুটার তৈরী করবে ইতালির কোম্পানি Piaggio। Vespa Elettrica স্কুটারে কিছু পরিবর্তন করে ভারতে নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে পারে  কোম্পানিটি। ভারতের বাজার ও গ্রাহকের কথা মাথায় রেখেই এই স্কুটার ডিজাইন করা হবে। Carandbike-এর সঙ্গে কথোপকথনে Piaggio India-র সিইও ও ম্যানেজিং ডিরেক্টর দিয়েগো গ্রাফি ভারতে Aprila-র আগে Vespa ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে।Vespa-র নতুন স্কুটার ভারতে আসতে আরও এক বছর সময় লাগতে পারে।

Vespa Elettrica-তে একটি 4kW সর্বোচ্চ শক্তির ডিসি মোটর রয়েছে। এই মোটরে সর্বোচ্চ 200 Nmটর্ক পাওয়া যায়। দুটি রাইড়িং মোডে চলে এই ইলেকট্রিক স্কুটার। রয়েছে একটি সম্পূর্ণ টিএফটি ডিসপ্লে। সেখানে স্মার্টফোনের কল ও বিভিন্ন নোটিফিকেশন দেখা যাবে। থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। ভারতের ইলেকট্রিক Vespa -তে Electrica-র বহু ফিচার থাকতে পারে। যদিও এখনই সেই স্কুটার ভারতে লঞ্চ হবে না।

మరింత సమాచారం తెలుసుకోండి: