দেশে একাধিক ধর্ষনের অভিযোগে আজ শনিবার সকালে দিল্লিতে পুলিশের বিরুদ্ধে একাই বিক্ষোভে বসেছেন এক মেয়ে। ঘটনাটি ঘটেছে দিল্লির লুটিয়েনস এলাকায়। একাধিকবার ধর্ষণ ও হত্যাকান্ডের অভিযোগে হায়দরাবাদ পুলিশের বিরুদ্ধে "পুলিশের আচরণে ব্যর্থ" হওয়ার জন্য নিজেই বিক্ষোভে বসেষ।

 হায়দ্রাবাদের রাঙ্গারেড্ডি জেলার মহিলা পশু চিকিৎসকে ধর্ষন করে দেহ জ্বালিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্নায় বসে অনু নামের ওই মেয়েটি। এরপর দিল্লি পুলিশ আধিকারিকরা ওই অঞ্চলে না বসার জন্য বারন করলে  ক্ষোভ প্রকাশ করে।

হাতে একটি প্ল্যাকার্ডে লাল কলমে লেখা একটি স্লোগান, "কেন? আমি আমার নিজের দেশে নিরাপদ অনুভব করতে পারি না" এই বিক্ষোভের সময় মেয়েটিকে কাঁদতেও দেখা গেছে। দিল্লি পুলিশের আধিকারিকরা বিক্ষোভ স্থলে পৌঁছে মেয়েটিকে তার প্রতিবাদ শেষ করতে অথবা ওই স্থান থেকে সরে জেতে বলে।

మరింత సమాచారం తెలుసుకోండి: