মঙ্গলবার দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে দেখা‌ করে, পড়ুয়াদের আন্দোলনের সমর্থন করার পর থেকেই গর্জে উঠেছে কয়েকটি সংগঠন।
 JNU-এর বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান অভিনেত্রী৷ এরপর দীপিকা পাডুকনের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷

  দীপিকা যখনই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাজির হন, সেই সময় থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে প্রচারে নামতে শুরু করেন বেশ কিছু মানুষ৷ এমনকী, দীপিকার সিনেমা ছপক-কে বয়কটেরও ডাক দেওয়া হয় বেশ কয়েকটি সংগঠনের তরফে৷ যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি বলিউড অভিনেত্রীকে৷

তবে দীপিকার বিরুদ্ধে যেমন বেশ কয়েকটি সংগঠন ফুঁসে উঠতে শুরু করেছে, তেমনি তাঁর পাশে দাড়িয়েছেন বলিউডের তামাম অভিনেতা এবং পরিচালকরা৷ JNU-এর ক্যাম্পাসে যাওয়ার পরই দীপিকার প্রশংসা শুরু করেন পরিচালক অনুরাগ কাশ্যপ৷

మరింత సమాచారం తెలుసుకోండి: