মোবাইলের পর এবার স্মার্ট ঘড়ি নিষিদ্ধ করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্র ফাঁস বা টুকলি ঠেকাতে এবার শিক্ষকদের ঘড়ির উপরও নজরদারি চালাবে পর্ষদ। এবছর পরীক্ষার কয়েক মাস আগেই এক বৈঠকে মোবাইলের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।আসন্ন মাধ্যমিক পরীক্ষায় স্কুলের ভিতরে কোনও শিক্ষকই স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকতে পারবেন না। এমনটাই পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ, কোনও শিক্ষকই ক্লাসে বা স্কুলের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না। তবে ঘড়ির উপর এমন নিষেধজ্ঞা, তা এক প্রকার বেনজির বলেই মনে করা হচ্ছে। ছাত্রছাত্রীদের এমনিতেই এমন সব ঘড়ি আনার ক্ষেত্রে বারণ রয়েছে।  এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুম চালু করে দিল পর্ষদ।

আজ, মঙ্গলবার থেকে তা চালু হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার দিন পর্যন্ত তা খোলা থাকবে বলে সোমবার এক প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে ডেপুটি সেক্রেটারির (পরীক্ষা) অফিস। কোনও জিজ্ঞাসা বা সমস্যা থাকলে পরীক্ষার্থীরা সেখানে জানাতে পারবেন।  বোর্ডের কন্ট্রোল রুমের নম্বর হল ০৩৩২৩৫৯-২২৬৪ এবং ০৩৩২৩৫৯-২২৭৪। একটি ইমেলও দিয়েছে পর্ষদ।

మరింత సమాచారం తెలుసుకోండి: