একটি বহুল প্রচারিত বিজ্ঞাপনে মাধ্যমে মারাঠা সম্প্রদায়কে অপমান করেছেন অভিনেতা অক্ষয় কুমার। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এই দাবি নিয়ে মহারাষ্ট্রের নানদেড় জেলা প্রশাসন এবং পুলিসের কাছে আবেদন জানিয়েছে সম্ভাজি ব্রিগেড নামে এক মারাঠা সংগঠন।

শনিবার এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমের কাছে একথা জানান। নানদেড়ের জেলাশাসক এবং ভাজিরাবাদ থানায় গত বৃহস্পতিবার জমা করা ওই আবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার অভিনীত ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনে মারাঠা যোদ্ধাদের অপমান করেছেন।

প্রসঙ্গত, ওই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, মারাঠা রাজার ভূমিকায় অক্ষয় কুমার দলবল নিয়ে যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরলেন। কিন্তু ময়লা পোশাকের জন্য তাঁদের কথা শোনানো হচ্ছে। তারপর মারাঠা রাজা অন্য সেনাদের সঙ্গে নাচতে নাচতে পোশাক ধুচ্ছেন। এই বিজ্ঞাপনে মারাঠা যোদ্ধাদের অপমান করা হয়েছে বলে সম্ভাজি ব্রিগেডের দাবি। ভাজিরাবাদ থানার আধিকারিক এস এস শিবালে বলেন, ‘বৃহস্পতিবার সম্ভাজি ব্রিগেডের কাছ থেকে আমরা চিঠি পেয়েছি। মারাঠা সম্প্রদায়কে আঘাত দেওয়া হয়েছে বলে তারা অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবি করেছে। আমরা ওই চিঠি পুলিস সুপারের কাছে পাঠিয়েছি।’ এদিকে ওই বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ওই বিজ্ঞাপন বয়কটের ডাক দিয়েছেন।

এই দাবি নিয়ে মহারাষ্ট্রের নানদেড় জেলা প্রশাসন এবং পুলিসের কাছে আবেদন জানিয়েছে সম্ভাজি ব্রিগেড নামে এক মারাঠা সংগঠন।

শনিবার এক সরকারি আধিকারিক সংবাদমাধ্যমের কাছে একথা জানান। নানদেড়ের জেলাশাসক এবং ভাজিরাবাদ থানায় গত বৃহস্পতিবার জমা করা ওই আবেদনে বলা হয়েছে, অক্ষয় কুমার অভিনীত ডিটারজেন্ট কোম্পানির বিজ্ঞাপনে মারাঠা যোদ্ধাদের অপমান করেছেন।

మరింత సమాచారం తెలుసుకోండి: