গভীর রাতের এই মৃত্যু ৩ জুলাইয়ের সকালে উঠে পাওয়ার পরেই অমিতাভ বচ্চন, রেমো ডি’সুজা, অনুপম খের, মনীষা কৈরালা, মনোজ বাজপেয়ী, রীতেশ দেশমুখ, তাপসী পান্নু, সুনীল গ্রোভার, নীল নীতিন মুকেশ, কুণাল কোহালি, হনশল মেহতা, অহনা কুমরা, অক্ষয় কুমারের টুইট শোক হয়ে আছড়ে পড়েছে।প্রয়াত বলিউডের 'মাস্টারজি' সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। খবরে প্রকাশ, ২০ জুন শ্বাসকষ্টের সংস্যা নিয়ে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরোজ। অন্যান্য লক্ষণ না থাকলেও শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাঁর কোভিড-১৯ টেস্ট করা হয়। সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল। মূলত ঠান্ডা লাগার জন্যই তাঁর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। ২৪ জুন পরিবারের তরফে জানানো হয়, পর্যবেক্ষণে থাকলেও তাঁর অবস্থার উন্নতি হয়ছে। পরিস্থিতির অবনতি না হলে আগামী দু’তিন মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেও তখন জানানো হয়।কিন্তু হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হল না সরোজের। হৃদ্‌যন্ত্র বিকল হয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিদায় নিলেন তিনি। অন্যদিকে, ''পা নাড়তে না পারলে, মুখ তো নাড়াও'' 'যব উই মেট'-এর শ্যুটিংয়ের সময় করিনা কাপুরকে এভাবেই কড়াভাবে নাচ শিখিয়েছিলেন সরোজ খান। শুক্রবার, সরোজ খানের মৃত্যুর পর সেকথাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আনলেন করিনা। ২০০৭ সালে মুক্তি প্রাপ্ত শাহিদ-করিনার 'যব উই মেট' ছবিটি সুপার হিট হয়। ওই ছবিরই ইয়ে ইশক হ্যায় গানের কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। এই ছবিটির জন্য জাতীয় পুরস্কারও পান বলিউডের 'মাস্টারজি'।

మరింత సమాచారం తెలుసుకోండి: