মঙ্গলবার দিঘায় আন্তর্জাতিক কনভেনশনের উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন ‘‘আমাদের সবাইকে নিজেদের লোভ সংযত করতে হবে। এটা কোনও দলের জন্য বলছি না। কোনও অফিসারকে বলছি না। মনে রাখবেন, সরকারি অর্থ আসলে জনগণের অর্থ।’’ 

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর কারণ পর্যালোচনা করতে গিয়ে দলের একাংশের টাকা নেওয়ার প্রবণতা ধরা পড়ে। তারপরই তিনি কাটমানি ফেরতের নির্দেশ দেন।তিনি আরও পরামর্শ দেন ‘‘আমাদের দেখতে হবে যেন নিজের এলাকাটা সুন্দর রাখতে পারি। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারি।’’

 নতুন এই কনভেনশন সেন্টারের মাধ্যমে তিনি যে দিঘার পর্যটনকে আধুনিক শিল্পবাণিজ্যের মানচিত্রে যোগ করতে চান, তা-ও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‘আগে কেউ নজর দেয়নি। যখন এসেছি, দেখেছি, এক হাঁটু জল।’’ সেই সূত্রেই কর্মসংস্কৃতিতে স্বচ্ছতা ও আন্তরিকতা যোগ করার পরামর্শ দিয়েছেন। যে কারণে প্রকল্প শুরুর বদলে তা রূপায়ণের উপরেই জোর দিয়েছেন তিনি। 

তিনি দিঘা- তমলুক ট্রেন চলার উদ্যোগ প্রসঙ্গ টেনে বলেন ‘‘অনেকে আমাকে বলেছিলেন, এই কাজ করতে ৯ বছর লেগে যাবে। আমি জানতে চেয়েছিলাম, কেন? আমরা সেই কাজ করেছিলাম ১৫ মাসে।’’

পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গেও তিনি বলেন  ‘‘দার্জিলিঙের অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কিছুদিন পরপর যদি জ্বালিয়ে দাও, গুঁড়িয়ে দাও বলা হয়, তা হলে কিছু করা যায় না!’’

কারো নাম না করেই তিনি প্রশাসনকে কঠোর হওয়ার পরামর্শও দিয়েছেন এইদি


మరింత సమాచారం తెలుసుకోండి: